বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: ইরাকের প্রধানমন্ত্রী আদিল আব্দুল-মাহদি সোমবারে সকল সশস্ত্র বাহিনীর ঘাটি বন্ধ করার নির্দেশ দিয়েছেন।
তিনি বলেছেন: ইরাকের জনপ্রিয় হাশাদ আশ-শাবির সকল সদস্য এদেশের সামরিক বাহিনীর অংশ। হাশাদ আশ-শাবির প্রধানকে সশস্ত্র বাহিনীর কমান্ডার-ইন-চীফ হিসাবে নিযুক্ত করা হয়েছে।
ইরাকের প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী, সকল সশস্ত্র গ্রুপ, সামরিক বাহিনী সঙ্গে একত্রিত করা হবে। কোন সশস্ত্র বাহিনী বোন রাজনৈতিক কর্মকাণ্ড অথবা রাজনৈতিক দলের সাথে যুক্ত থাকতে পারবে না।
এছাড়াও এই নির্দেশ অনুযায়ী, যদি কোন সশস্ত্র বাহিনী রাজনৈতিক কার্যক্রমে লিপ্ত থাকতে চাই, তাহলে তাদের অস্ত্র জমা দিতে হবে।
এই আদেশ চলতি মাসের শেষে কার্যকর করা হবে। iqna