IQNA

মহাকাশেও পৌঁছাবে হালাল খাদ্য

11:09 - July 08, 2019
সংবাদ: 2608857
আন্তর্জাতিক ডেস্ক: মুসলিম মহাকাশচারীর জন্য রাশিয়ার একটি কোম্পানি হালাল খাদ্য সরবরাহ করবে।

বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: আমিরাতের নাগরিক “হাজা’য় আলী আল-মানসুরি” সেপ্টেম্বর মাসের শেষে মহাকাশযান চড়ে মহাকাশে যাবেন।

এই মুসলিম মহাকাশচারীর কথা চিন্তা করে «Space Food Laboratory» কোম্পানি মহাকাশের উপযুক্ত করে বিভিন্ন ধরণের হালাল খাদ্য সরবরাহ করবে এবং সেগুলো আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে প্রেরণ করবে।

২০১৮ সালে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে সংযুক্ত আরব আমিরাতের একজন নাগরিককে প্রেরণের ব্যাপারে রাশিয়ার সাথে এদেশের চুক্তি হয়।

সংযুক্ত আরব আমিরাতের একজন নাগরিককে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে প্রেরণ করার ব্যাপারে ২০১৮ সালে আমিরাতের সাথে রাশিয়ার চুক্তি হয়।

এই চুক্তিপত্রে স্বাক্ষরিত হওয়ার পর থেকে আমিরাতের হাজা’য় আলী আল-মানসুরি এবং সুলতান নিয়াদি মহাকাশে যাত্রার ব্যাপারে প্রয়োজনীয় প্রশিক্ষণ গ্রহণ করেন। প্রশিক্ষণের শেষে মহাকাশে যাওয়ার জন্য হাজা’য় আলী আল-মানসুরি নির্বাচিত হন।

রাশিয়ান মহাকাশচারী “ওলেগ স্ক্রিবুচচাক” এবং আমেরিকান মহাকাশচারী “জেসিকা মিরা”র সাথে আমিরাতের হাজা’য় আলী আল-মানসুরি রাশিয়ান সোয়েজ 15 মহাকাশযান চড়ে মহাকাশে যাবেন।

আল-মানসুরি টানা আট দিন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে থাকার পর আবারও পৃথিবীতে ফিরে আসবেন।  iqna

 

 

captcha