IQNA

রোহিঙ্গা সংকট নিরসনে কংগ্রেসম্যানের প্রস্তাবের নিন্দা জানিয়েছেন প্রধানমন্ত্রী

14:48 - July 09, 2019
সংবাদ: 2608865
আন্তর্জাতিক ডেস্কঃ রোহিঙ্গা সংকট নিরসনে মিয়ানমারের রাখাইন রাজ্যকে বাংলাদেশের সাথে সংযুক্ত করার যে প্রস্তাব মার্কিন কংগ্রেসম্যান উত্থাপন করেছিলেন তার নিন্দা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।

ডেইলি স্টারের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল (৮ জুলাই) এক সংবাদ সম্মেলনে মার্কিন কংগ্রেসম্যানের মন্তব্যের জবাবে বলেন, প্রত্যেকটি সরকারের নিজস্ব স্বাধীনতা রয়েছে। তারা কেন রাখাইনকে আমাদের সাথে সংযুক্ত করতে চায়?

তিনি বলেন, মিয়ানমার আমাদের প্রতিবেশী রাষ্ট্র। আমরা রোহিঙ্গাদেরকে মানবিক কারণে আশ্রয় দিয়েছি।

তিনি আরও বলেন: মার্কিন কংগ্রেসম্যান এ ধরনের প্রস্তাব প্রদান করে ধৃষ্টতা দেখিয়েছেন।

মার্কিন গণমাধ্যমের প্রতিবেদনের ভিত্তিতে, মার্কিন কংগ্রেসের এশিয়া প্যাসিফিক বিষয়ক কমিটির প্রধান ব্রাডলি শেরম্যান কিছুদিন আগে, রোহিঙ্গা সংকট নিরসনে মিয়ানমারের রাখাইন রাজ্যকে বাংলাদেশের সাথে সংযুক্ত করার প্রস্তাব দিয়েছিলেন।#3825547

 

captcha