IQNA

ক্ষমা চাইলো এয়ার ইন্ডিয়া

16:24 - July 10, 2019
সংবাদ: 2608870
আন্তর্জাতিক ডেস্কঃ জমজম পানি বহনে নিষেধাজ্ঞা আরোপকারী এয়্যার ইন্ডিয়া নিষেধাজ্ঞা তুলে নেয়ার পাশাপাশি ক্ষমা চেয়েছে।

ভারত থেকে ইকনা প্রতিবেদকের রিপোর্ট: জনগণের প্রতিবাদ ও কর্মকর্তাদের চাপের মুখে জমজমের পানি বহনে নিষেধাজ্ঞা তুলে নিয়ে হাজীদেরকে জমজমের পানি বহনের অনুমতি দিয়েছে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ।

এয়ার ইন্ডিয়া এক টুইটে ঘোষণা করেছে হাজীরা সাথে করে জমজমের পানি আনতে পারবেন। এ সময় সৃষ্ট সমস্যার জন্য তারা ক্ষমা প্রার্থনা করেন।

এর আগে, এক বিজ্ঞপ্তিতে জেদ্দা থেকে মুম্বাইয়ের উদ্দেশ্যে আসা এআই ৯৬৬ এবং জেদ্দা থেকে কুচি’র উদ্দেশ্যে ছেড়ে আসা এআই ৯৬৪ এই ২ ফ্লাইটে জমজমের পানি বহনের উপর নিষেধাজ্ঞা আরোপ করে কর্তৃপক্ষ। এর ভিত্তিতে হাজীরা যাতে সাথে করে জমজম পানি ভর্তি পানির পাত্র না নিয়ে আসে সে লক্ষ্যে এজেন্সীগুলোকেও সতর্ক করে দেয়া হয়।#3826045

 

captcha