IQNA

19:50 - July 11, 2019
সংবাদ: 2608879
আন্তর্জাতিক ডেস্ক: শারজাহের কুরআন ও সুন্নত ইন্সটিটিউটের পক্ষ থেকে গ্রীষ্মকালীন কুরআন প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে।

বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: শারজাহের কুরআন ও সুন্নত ইন্সটিটিউটের পক্ষ থেকে দ্বিতীয় বারের মতো গ্রীষ্মকালীন কুরআন প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে।
উক্ত প্রশিক্ষণ কোর্স “গ্রীষ্মকালকে পবিত্র কুরআনের নূরে আলোকিত করো” শিরোনামে শুরু হয়েছে। টানা দুই মাস অব্যাহত থাকবে।
সকালে ছেলে ও মেয়েদের হেফজ ও ক্বিরাত বিভাগে এই কোর্স অনুষ্ঠিত হচ্ছে।
প্রশিক্ষণ কোর্সটি শারজাহের বিভিন্ন মসজিদে অনুষ্ঠিত হচ্ছে। চলতি বছরে গ্রীষ্মকালীন প্রশিক্ষণ কোর্সে ৮০০ জন ছেলে মেয়ে অংশগ্রহণ করেছে।
নতুন অংশগ্রহণকারীরা সূরা হামদ ও ৩০ পারা কুরআন হেফজ এবং গত বছর যারা এই প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ করেছেন তাদেরকে ৩০ ও ২৯ পারা কুরআন হেফজ করানো হবে।   iqna

 

নাম:
ই-মেল:
* আপনার মন্তব্য:
* captcha: