
বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: ইহুদিবাদী ইসরাইলি সামরিক বাহিনী আজ ঘোষণা করেছে: গতকাল রাতে পশ্চিম তীরের বিভিন্ন এলাকা থেকে ১২ জন ফিলিস্তিনিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদের জন্য তাদেরকে সামরিক কেন্দ্র স্থানান্তর করা হয়েছে।
ইসরাইলী সেনারা প্রতিদিন দখলকৃত জেরুজালেম এবং পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বাড়িতে হামলা চালিয়ে তাদেরকে গ্রেফতার করছে।
ফিলিস্তিনের লিবারেশন অর্গানাইজেশন প্রতিনিধিদলের ঘোষণা অনুযায়ী, বর্তমানে ফিলিস্তিনের ৫৭০০ জন নাগরিক ইহুদিবাদী ইসরাইলের কারাগারে বন্দি রয়েছে। এসকল বন্দিদের মধ্যে ২৩০ জন শিশু রয়েছে।
ইসরাইলের আদালত আটকাদেশের আইনের উপর ভিত্তি করে, যেকোনো বন্দিকে কোন কারণ ও প্রমাণ ছাড়াই টানা ৫ বছর কারাগারে আটক রাখে। iqna