IQNA

কাবুলে রক্তক্ষয়ী বৃহস্পতিবার

12:12 - July 25, 2019
সংবাদ: 2608962
আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের রাজধানী কাবুলে তিনটি বিস্ফোরণে অন্তত ১২ জন নিহত ও ৩০ জন আহত হয়েছেন। এর মধ্যে সরকারি কর্মচারীদের বহনকারী একটি বাসে বিস্ফোরণে অন্তত পাঁচ জন প্রাণ হারিয়েছে।

বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: আজ (বৃহস্পতিবার) সকালে খনি ও পেট্রলিয়াম মন্ত্রণালয়ের কর্মচারীদের বহনকারী বাসে প্রথম হামলা হয়। এতে পাঁচ জন নিহত ও ১০ জন আহত হন। এর কয়েক মিনিট পর কাছাকাছি স্থানেই দ্বিতীয় বিস্ফোরণে সাত জন নিহত ও ২০ জন আহত হন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসরাত রাহিমি বলেছেন, প্রথমে মিনিবাসটিতে লাগিয়ে দেওয়া একটি চুম্বক-বোমা বিস্ফোরিত হয়, এ বিস্ফোরণের পর কাছেই এক আত্মঘাতী আরেকটি বোমা বিস্ফোরণ ঘটায়। নগরীর পূর্বাংশে অজ্ঞাত জঙ্গিরা আরেকটি গাড়ি বোমার বিস্ফোরণ ঘটায়। তিন বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন তিনি।

মার্কিন সামরিক বাহিনীর জয়েন্ট চিফস্ অব স্টাফের চেয়ারম্যান মেরিন জেনারেল যোশেফ ডানফোর্ড কাবুলে শীর্ষ মার্কিন ও ন্যাটো কর্মকর্তাদের সঙ্গে যখন বৈঠক করছিলেন তখনি এসব হামলা চালানো হয়। কোনো জঙ্গি গোষ্ঠী তিনটি বিস্ফোরণের কোনোটির দায় স্বীকার করেনি।

আফগানিস্তানে এখনও বিপুল সংখ্যক মার্কিন ও ন্যাটো সেনা মোতায়েন রয়েছে।   iqna

 

captcha