IQNA

বসনিয়া থেকে হজ করবেন ১৬৮০ হাজি

22:54 - August 02, 2019
সংবাদ: 2609011
আন্তর্জাতিক ডেস্ক: বসনিয়া ও হার্জেগোভিনার হজ কমিটির প্রধান এ বছর ১৬৮০ জন হাজিকে সৌদি আরবে প্রেরণ করবে বলে ঘোষণা দিয়েছেন।

বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: বসনিয়া ও হার্জেগোভিনার হজ কমিটির প্রধান ‘নাজিম আফান্দি খলিল উইজ বলেছেন: বসনিয়া থেকে এ বছর ১৬৮০ জন হাজি হজ করতে সৌদি আরবে যাবেন।
তিনি বলেন: ২৮শে জুলাই থেকে এদেশের হাজিগণ সৌদি আরবে যাওয়া শুরু করেছেন এবং আগস্ট মাসের প্রথম তারিকের মধ্যে সকল হাজিগণ সৌদি আরবে পৌঁছে গেছেন।
হাজিদের নিজ দেশে ফেরার ব্যাপারে নাজিম আফান্দি বলেন: বসনিয়ার হাজিগণ হজ পালনের পর ১৭ থেকে ২০শে আগস্টের মধ্যে দেশে ফিরবেন।
বসিনিয়ার হাজিগণ ৩৮ থেকে ৪০ জনের কাফেলা তৈরি করে সৌদি আরবে গিয়েছেন এবং কাফেলার প্রধান হিসেবে ৩৮ জনকে নির্বাচন করে মোট ৩৮টি কাফেলা সৌদি আরবে গেছেন।
এছাড়াও এসকল হাজিদের সাথে একটি মেডিকেল টিমও সৌদি আরবে গেছেন। মেডিকেল টিমে বিশেষজ্ঞ চিকিৎসক ছাড়াও ৬ জন দক্ষ নার্স রয়েছে।   iqna

 

captcha