IQNA

11:14 - August 10, 2019
সংবাদ: 2609060
আন্তর্জাতিক ডেস্ক ভারতকে না বল’-এমন স্লোগান চালুর মধ্যদিয়ে পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় গতকাল থেকে ভারতের সঙ্গে সব ধরনের সাংস্কৃতিক বিনিময় বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। দু দেশে যৌথ বিনিয়োগে যেসব বিনোদন শিল্প গড়ে উঠেছে সেগুলোও এই সিদ্ধান্তের আওতায় বন্ধ থাকবে।

বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: পাক প্রধানমন্ত্রী ইমরান খানের তথ্য ও সম্প্রচার বিষয়ক বিশেষ সহকারী ড. ফিরদাউস আশিক আওয়ান গতকাল (বৃহস্পতিবার) এ কথা জাানিয়েছেন। তিনি বলেন, “সব ধরনের ভারতীয় কন্টেন্ট বন্ধ করা হয়েছে এবং পাকিস্তানের ইলেক্ট্রনিক মিডিয়া রেগুলেটরি অথরিটিকে নজরদারি জোরদারের নির্দেশনা দেয়া হয়েছে। ভারতীয় বিনোদনমূলক কোনো ধরনের পণ্য কেউ বিক্রি করলে তাকে শাস্তি দেয়া হবে।”

সাংবাদিকদের এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আশিক আওয়ান আরো বলেন, জম্মু-কাশ্মীরকে ভারতের সঙ্গে যুক্ত করে নেয়ার মাধ্যমে এটাই প্রমাণিত হয় যে, কায়েদে আযম মুহাম্মাদ আলী জিন্নাহ সঠিক ছিলেন। তিনি বলেন, দুটি আর্দশের দ্বন্দ্ব এটি। একদিকে আলোকিত মধ্যমপন্থি ও প্রগতিশীল আদর্শ; অন্যদিকে, ভারতের চরমপন্থি সরকার তাদের কঠোর অবস্থান, সন্ত্রাসী, গোঁড়াবাদী, মৌলবাদী এবং মুসলিম-বিরোধী আদর্শ দেখিয়েছে। সাংস্কৃতিক বিনিময়ের নামে ভারতের এই ধোঁকাবাজিতে দূষিত হচ্ছে পাকিস্তানের তরুণ সমাজের মন।

পাক প্রধানমন্ত্রীর এই বিশেষ সহকারী জানান, জাতীয় নিরাপত্তা পরিষদ আলাদা প্রতিষ্ঠান গঠনের সিদ্ধান্ত নিয়েছে যারা সব ময়দান থেকে হিন্দুত্ববাদের বিরুদ্ধে লড়াই করবে। পার্সটুডে

নাম:
ই-মেল:
* আপনার মন্তব্য: