IQNA

21:16 - August 21, 2019
সংবাদ: 2609115
আন্তর্জাতিক ডেস্ক: নিজ খরচে হজে গিয়ে সাধারণ মানুষের মতো রাস্তায় শুয়ে আছেন আইভরি কোস্টের প্রেসিডেন্ট! ইনি হলেন আলেসানে ওয়াতারা, আইভরি কোস্টের প্রেসিডেন্ট। এবার তিনি হজে গেছেন। তাকে এইভাবে রাস্তায় শুয়ে থাকতে দেখা যায়। রাষ্ট্র তাকে হজের খরচ দিতে চেয়েছিল তিনি নেন নাই।

বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: সৌদি বাদশাহ তাকে অতিথি হিসাবে ট্রিট দিতে চেয়েছিলেন, তাও তিনি ফিরিয়ে দিয়েছেন। উনি নিজের আয়ে, নিজের খরচে সাধারণ মানুষের মতো হজ করতে চেয়েছেন। আর সেটাই উনি করেছেন।

এই ছবিতে, তিনি তার সঙ্গী এবং তার জনগণ যারা নিজের টাকায় হজ সম্পন্ন করেছেন তাদের সাথে বিশ্রাম নিচ্ছেন। আল্লাহ রাব্বুল উনার এবং উনার সহযোগীদের হজ কবুল করুন। এমটি নিউজ

নাম:
ই-মেল:
* আপনার মন্তব্য:
* captcha: