IQNA

সৌদির আবহা বিমানবন্দর ইয়েমেনের ড্রোন হামলা

15:13 - August 26, 2019
সংবাদ: 2609148
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ বাহিনী জানিয়েছে তারা সৌদি আরবের দক্ষিণা-পশ্চিমাঞ্চলীয় আসির প্রদেশে একটি বিমানবন্দর এবং ঘাঁটিতে প্রতিশোধমূলক ড্রোন হামলা চালিয়েছে।

বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট গতকাল (রোববার) এ হামলা চালানো হয়েছে বলে সংগঠনটির মুখপাত্র জানিয়েছে। ইয়েমেনের আল মাসিরা টেলিভিশন চ্যানেল এ খবর দিয়েছে। মুখপাত্র আরো জানিয়েছেন, আনসারুল্লাহ বাহিনী দেশীয় প্রযুক্তিতে তৈরি কাসেফ-২কে ড্রোন দিয়ে আসির প্রদেশে অবস্থিত আবহা বিমান বন্দরে এবং কিং খালিদ বিমান ঘাঁটিতে হামলা চালায়।একটি ড্রোন বিমানবন্দরের কন্ট্রোল টাওয়ারের ওপর আঘাত হানতে সক্ষম হয় বলেস মুখপাত্র জানিয়েছে।

মুখপাত্র আরো বলেন, সৌদি বাহিনীর বর্বরোচিত বিমান হামলায় বহু ইয়েমেনি হতাহত হওয়ায় এর প্রতিশোধ নিতে এই ড্রোন হামলা চালানো হয়েছে। ২০১৫ সালের মার্চ থেকে ইয়েমেনে আগ্রাসন চালিয়ে আসছে সৌদি আরব ও তার কয়েকটি মিত্র দেশ।

হামলায় এ পর্যন্ত শিশুসহ ১৬,০০০ জন ইয়েমেনি নিহত হয়েছে বলে এর আগে আমেরিকা ভিত্তিক একটি সংস্থা জানিয়েছিল।  iqna

 

captcha