IQNA

1:13 - August 27, 2019
সংবাদ: 2609153
আন্তর্জাতিক ডেস্ক: সম্প্রতি ইরাকের এক মডেলিং মসজিদে উপস্থিত হয়ে বিতর্কের মুখে পরেছে। “নেদা আল-ইসলাম” জামে মসজিদের মডেলিংয়ের তোলা ছবি সামাজিক নেটওয়ার্কে পোষ্ট করার পর সেদেশের সুন্নি প্রশাসন এই তীব্র নিন্দা জানিয়েছে।

বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: ইরাকের নারী মডেলিং “জিহান হাশেম” কয়েক দিন আগে সেদেশের “নেদা আল-ইসলাম” জামে মসজিদে উপস্থিত হয়ে সেখানে কিছু ছবি তোলে এবং পরবর্তীতে ছবিগুলো সামাজিক নেটওয়ার্কে পোষ্ট করে।
আহল সুন্নতের অন্তর্গত এই মসজিদে তোলা ছবিগুলো পোষ্ট করার পর ইরাকের সুন্নি এন্ডোমেন্ট অফিস তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বলেছে: সামাজিক নেটওয়ার্কে এই মডেলিংয়ের ছবি প্রকাশের পর সুন্নি এন্ডোমেন্ট অফিসের প্রধান "আব্দুল লতিফ আল-হামীম” এই বিষয়টি তদন্ত করতে বাগদাদের “আর-রাসাফা” আঞ্চলিক এন্ডোমেন্টের প্রধান “সৈয়দ তাহা আব্দুল মারযুক”-এর নেতৃত্বে আহলে সুন্নতের আলেমদের নিয়ে একটি কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন।
এই বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে: তদন্তে প্রমাণিত হয়েছে যে, নারী মডেলিং “জিহান হাশেম” মসজিদের কর্ম সময়ের বাহিরে এবং অফিসিয়াল অনুমতি না নিয়ে মসজিদে প্রবেশ করেছে এবং এটি আইনের পরিপন্থী।
এই বিবৃতিতে সুন্নি এন্ডোমেন্ট গুরুত্বারোপ করে উল্লেখ করেছে: শীঘ্রই জিহান হাশেমের বিরুদ্ধে মামলা করা হবে। মসজিদ ইবাদতের স্থান এবং এই পবিত্র স্থান ফটোগ্রাফি ও গ্ল্যামারের জন্য নয়।  iqna

 

মসজিদে উপস্থিত হয়ে বিতর্কের মুখে ইরাকের মডেলিং + ছবিমসজিদে উপস্থিত হয়ে বিতর্কের মুখে ইরাকের মডেলিং + ছবিমসজিদে উপস্থিত হয়ে বিতর্কের মুখে ইরাকের মডেলিং + ছবি

নাম:
ই-মেল:
* আপনার মন্তব্য:
* captcha: