IQNA

ইহুদিদের ধর্মীয় অনুষ্ঠানে অজুহাতে বন্ধ করে দেয়া হলো হযরত ইব্রাহিম (আ.) মাযার

23:04 - August 29, 2019
সংবাদ: 2609166
আন্তর্জাতিক ডেস্ক: ইহুদিদের ধর্মীয় অনুষ্ঠান পালনের জন্য পশ্চিম তীরের আল খলিল শহরে অবস্থিত হযরত ইব্রাহিম (আ.)এর মাযার বন্ধ করে দেয়া হয়েছে। ধর্মীয় অনুষ্ঠান পালনের অজুহাতে ইহুদিবাদী ইসরাইলি সেনারা ২৪ ঘণ্টার জন্য মুসল্লিদের এই পবিত্র স্থানে প্রবেশ করতে দেবে না।

বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: আল-খলিল শহরের এনডোমেন্টের পরিচালক রায়েদ মাসউদ আজ ঘোষণা করেছেন: যায়নবাদী সেনারা আজ হযরত ইব্রাহীম (আ.)এর মাযারে মুসল্লিদের প্রবেশ করতে দিচ্ছেনা। মুসল্লিদের পরবর্তীতে ইহুদিদের এই পবিত্র স্থানে প্রবেশ করাচ্ছে।
তিনি বলেন: ইহুদিরা এই মাযারের প্রাঙ্গনে তাঁবু টাঙ্গিয়ে অবস্থান করছে।
উল্লেখ্য, আল-খলিল শহরের দক্ষিণে অবস্থিত হযরত ইব্রাহীম (আ.)এর মাযারের সাথে মসজিদও রয়েছে। ফিলিস্তিনে মসজিদুল আকসার পর একটি দ্বিতীয় ধর্মীয় সম্পদ।
এই মসজিদটি পরিদর্শন করতে বিশ্বের বিভিন্ন দেশের মুসলমানের সেখানে উপস্থিত হন। ঐতিহাসিকদের মতে এই মসজিদটি হযরত ইব্রাহিম (আ.)এর সময় নির্মাণ করা হয়েছে। বলা হয়েছে যে, প্রায় চার হাজার বছর পূর্বে হযরত ইব্রাহিম (আ.)কে সেখানে দাফন করা হয়েছে এবং মসজিদটি তার নামেই নামকরণ করা হয়েছে।
মসজিদের অভ্যন্তরে গম্বুজ রয়েছে যা কিছু ঐতিহাসিকদের মতে নবী ও তাদের আত্মীয়দের সাথে সম্পর্কিত। অর্থাৎ হযরত ইব্রাহিম এবং তাঁর স্ত্রী সারা, ইসহাক, ইসমাইল, ইয়াকুব এবং ইউসুফ এবং তাদের স্ত্রীদের সাথে সম্পর্কিত। iqna

captcha