IQNA

নিউজিল্যান্ডে ইসলাম বিদ্বেষীর বিচার

8:58 - August 30, 2019
সংবাদ: 2609168
আন্তর্জাতিক ডেস্ক: সম্প্রতি নিউজিল্যান্ডের ক্রিস্টচর্চ মসজিদে সন্ত্রাসী হামলার ভিডিও শেয়ার করার অভিযোগে এক বর্ণবাদীকে গ্রেফতার করা হয়েছে।

বার্তা সংস্থা ইকনা: নিউজিল্যান্ডের আদালত তাকে সাজা প্রদান করেছে। পক্ষান্তরে অপরাধী তার সাজা কমানোর আবেদন করলে আদালত তা গ্রহণ করেনি।
৪৪ বছরের ফিলিপ নেভিল আরপস ক্রিস্টচর্চ মসজিদে সন্ত্রাসী হামলার ভিডিও শেয়ার করার ক্রিস্টচর্চ মসজিদে সন্ত্রাসী হামলার ভিডিও শেয়ার করেছে। আর এই অপরাধের জন্য আদালত তাকে ২১ মাস কারাদণ্ডে দণ্ডিত করেছে। এই রয়ের পর নিউজিল্যান্ডের সুপ্রিম কোর্ট তার রায়কে স্বস্তির জন্য আবেদন করেছিল।
আসামি আনসেম উইলিয়ামসের আইনজীবী দাবি করেছেন যে, এই রায়টি তার জন্য অনেক ভারী হয়ে গিয়েছে। আদালতের উচিত তার সাজা কামানো। সে একটি সমাজ কর্মী। আদালতের উচিত তাকে গৃহবন্দী করা। উইলিয়ামসের আইনজীবীর এই দাবি সুপ্রিম কোর্ট গ্রহণ করে নি এবং বিচারক প্রাথমিক রায়টিকে "ন্যায্য ও ন্যায়সঙ্গত" বলে সম্বোধন করেছেন।
http://iqna.ir/fa/news/3837897

 

captcha