IQNA

কাবুলে শক্তিশালি বোম বিস্ফোরণে নিহত ১৬

0:25 - September 04, 2019
সংবাদ: 2609191
আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের রাজধানী কাবুলে শক্তিশালী বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে। এ হামলায় আহত হয়েছে আরো ১১৯ জন। নিহতদের সবাই বেসামরিক নাগরিক। তালেবান এ হামলার দায় স্বীকার করেছে। মঙ্গলবার দেশটির কর্মকর্তারা একথা জানান।

বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: প্রতিবেদনে বলা হয়েছে, বিশাল কম্পাউন্ড চত্বর গ্রীন ভিলেজের কাছের একটি আবাসিক এলাকায় সোমবার রাতে বোমার বিস্ফোরণ ঘটানো হয়। এ কম্পাউন্ড চত্বরে বিভিন্ন ত্রাণ সংস্থা ও আন্তর্জাতিক সংগঠনের বাসভবন রয়েছে।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসরাত রাহিমি জানান, সেখানে বিস্ফোরক ভর্তি একটি ট্রাক্টরের বিস্ফোরণ ঘটানো হয়। এটি গ্রীন ভিলেজের একটি দেয়ালের পাশে পার্ক করে রাখা ছিল।

সেখানে রাতভর অনুসন্ধান ও উদ্ধার অভিযান চালানো হয় উল্লেখ করে রাহিমি বলেন, ‘গত রাতের হামলায় ১৬ জন নিহত ও ১১৯ জন আহত হয়েছে। এছাড়া তিনি জানান, ৫ জন হামলাকারী পুলিশের গুলিতে মারা গেছে।

গ্রীন ভিলেজ হচ্ছে পার্শ্ববর্তী গ্রীন জোন থেকে আলাদা। কঠোর নিরাপত্তা বেষ্টিত কাবুলের এ স্থানে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের দূতাবাসের বাসভবন রয়েছে।

তালেবান এ হামলার দায় করেছে। তালেবানের সঙ্গে প্রস্তাবিত একটি চুক্তি নিয়ে আলোচনা করতে মার্কিন বিশেষ দূত জালমে খলিলজাদের কাবুল সফরের সময় এ হামলা চালানো হয়।  iqna

captcha