IQNA

সৌদি বিমান বন্দরে ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলা

0:25 - September 04, 2019
সংবাদ: 2609194
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনি বাহিনী সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় নাজরান প্রদেশের একটি বিমান বিন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। সৌদি নেতৃত্বাধীন জোটের বর্বরোচিত হামলার প্রতিশোধ নিতে এ হামলা চালাল ইয়েমেনি বাহিনী।

 

বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এক সংক্ষিপ্ত বিবৃতিত বলেছেন, তার দেশের সেনাবাহিনী আজ মঙ্গলবার নাজরান আঞ্চলিক বিমান বন্দরে একটি সামরিক ঘাঁটি টার্গেট করে কয়েকটি বদর-১ ক্ষেপণাস্ত্র ছুড়েছে। হামলায় বিমান বন্দরের এয়ার ট্রাফিক ব্যবস্থা ভেঙে পড়েছে বলে জানান তিনি।

মুখপাত্র সারি বলেন, ইয়েমেনের বিভিন্ন অংশে সৌদি নেতৃত্বাধীন বাহিনীর আগ্রাসনের জবাবে এ হামলা চালানো হয়েছে।তিনি জানান, সৌদি বাহিনী গত কয়েক ঘন্টায় ৫২ বার বিমান হামলা চালিয়েছে।

সৌদি আরব ও তার কয়েকটি মিত্র দেশ ২০১৫ সাল থেকে ইয়েমেনে বর্বরোচিত হামলা চালিয়ে আসছে। ইয়েমেনও পাল্টা প্রতিরোধ মূলক অবস্থান গড়ে তুলেছে এবং গত কয়েক মাস ধরে সৌদি আরবের ভেতরে বিশেষ করে ড্রোন হামলা জোরদার করেছে।  iqna

captcha