IQNA

ইরাকের তিকরিতে দায়েশের ৮ সদস্য নিহত

20:06 - September 28, 2019
সংবাদ: 2609317
আন্তর্জাতিক ডেস্ক: ইরাকের তিকরিত শহরের পশ্চিমাঞ্চলে সেদেশের নিরাপত্তা বাহিনীর বিশেষ অভিযানে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ তথা আইএসের ৮ জন সদস্য নিহত হয়েছে।

বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: ইরাকের নিরাপত্তা মিডিয়া সেন্টার আজ ঘোষণা করেছে, ইরাকি সুরক্ষা বাহিনী সেদেশের বিমান বাহিনী এবং আন্তর্জাতিক কোয়ালিশন এয়ার ফোর্সের সহায়তায় তিকরিত শহরে সন্ত্রাস নিধন অভিযান চালিয়েছে।
সন্ত্রাস নিধন অভিযানের ফলে ৮ সন্ত্রাসী নিহত হয়েছে।
এই অপারেশনে দায়েশের চরটি গোপন আস্তানা আবিষ্কার করা হয়েছে। এরমধ্যে একটি গোপন আস্তানায় বোমা ফিট করা ছিল। সন্ত্রাসীদের অন্তর্গত এসকল গোপন আস্তানা ধ্বংস করা হয়েছে।
উল্লেখ্য যে, ইরাকের নিরাপত্তা বাহিনী বেশ আগে থেকেই সন্ত্রাসী নিধন অভিযান শুরু করেছে। এই অবস্থায় দায়েশের সদস্যরা এখনও মাঝে মধ্যে সন্ত্রাসীমূলক কর্মকাণ্ডে লিপ্ত হচ্ছে। iqna

 

captcha