IQNA

ফুটবল তারকা মোহাম্মাদ সালাহের নামে স্কুল

20:08 - October 06, 2019
সংবাদ: 2609382
আন্তর্জাতিক ডেস্ক: মিশরের ফুটবল তারকা মোহাম্মাদ সালাহের নামে একটি স্কুল নির্মাণ ও উদ্বোধন করা হয়েছে। লিভারপুলের এই তারকার নামে স্কুলটি মিশরের গারবিয়া প্রদেশের বাসাউন শহরের অদূরে একটি গ্রামে নির্মাণ করা হয়েছে।

বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: নবনির্মিত এই স্কুলটি লিভারপুলের ২৭ বছরের তারকা মোহাম্মাদ সালাহের নামে নামকরণ করা হয়েছে। রাজধানী কায়রো থেকে ১০০ কিলোমিটার উত্তরে মোহাম্মাদ সালাহের জন্মস্থান নাজরিজ নামক একটি গ্রামে স্কুলটি উদ্বোধন করা হয়েছে।

১২,৫০০ বর্গমিটার জমির উপর নির্মিত এই স্কুলটি নির্মাণ করতে ৭ লাখ ৭০ হাজার ডলার ব্যয় হয়েছে। নবনির্মিত এই স্কুলে এক সাথে ২৭১৫ জন শিক্ষার্থী লেখাপড়া করতে পারবেন।

এই স্কুলটির সকল নির্মাণ খরচ মোহাম্মাদ সালাহ বহন করেছেন। এছাড়াও স্কুলের শিক্ষার্থীদের ফুটবল প্রতিভা প্রকাশের জন্য একটি ফুটবল মাঠও নির্মাণ করেছেন।

মোহাম্মাদ সালাহ’কে মিশরসহকারে বিশ্বের গর্ব হিসেবে উল্লেখ করে উক্ত স্কুলের শিক্ষক মোহাম্মাদ হাসান বলেন: আমি গর্ববোধ করি যে সালাহ ১০ বছর পূর্বে আমার ছাত্র ছিল। আল্লাহ তাকে আরও সাফল্য অর্জন করার তৌফিক দান করুক।

২০১৮ সালে অনুষ্ঠিত বিশ্বকাপে মিশরের হয়ে মোহাম্মাদ সালাহের গোল দেওয়ার পর বাসাউন শহরের প্রাক্তন গভর্নর এই স্কুলের নামকরণ “মোহাম্মাদ সালাহ”-এর নামে করার সিদ্ধান্ত গ্রহণ করেন।  iqna

captcha