IQNA

0:30 - October 09, 2019
সংবাদ: 2609397
আন্তর্জাতিক ডেস্ক: ইরানে নিযুক্ত ফিলিস্তিনের ইসলামি জিহাদ আন্দোলনের প্রতিনিধি নাসের আবুশরিফ বলেছেন, ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে ফিলিস্তিনিদের সংগ্রাম কখনোই থামবে না। কিন্তু লজ্জার বিষয় হলো কয়েকটি বৃহৎ আরব দেশ মার্কিন যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদী ইসরাইলের কাছে হাত পেতেছে।

বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: গতকাল (মঙ্গলবার) ইসলামি জিহাদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। প্রতিরোধ সংগঠন 'ইসলামি জিহাদে'র এই প্রতিনিধি আরও বলেন, ফিলিস্তিনিদের দৃঢ়তা ও ঈমানি শক্তির কারণেই আজও ফিলিস্তিনিদের স্বাধীনতার স্বপ্ন টিকে আছে। অন্যথায় এর কোনো অস্তিত্বই থাকত না। ফিলিস্তিনিরা এ পর্যন্ত অনেক দুঃখ-কষ্ট সহ্য করেছে।

ইসলামি জিহাদের বর্তমান অবস্থা প্রসঙ্গে তিনি বলেন, নানা সমস্যা সত্ত্বেও ইসলামি জিহাদ আন্দোলন আগের চেয়ে শক্তিশালী হয়েছে। সামরিক দিক থেকে ইসলামি জিহাদ ভালো অবস্থায় রয়েছে। তিনি আরও বলেন, গাজা উপত্যকায় ইসরাইলের বিরুদ্ধে যেসব সামরিক অভিযান চালানো হয় তার বেশিরভাগই চালায় ইসলামি জিহাদ।

তিনি বলেন, ফিলিস্তিনের কোনো সংগঠনের সঙ্গে ইসলামি জিহাদ আন্দোলনের শত্রুতা নেই, ইসলামি জিহাদ কেবল ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে সংগ্রাম চালাচ্ছে এবং এই সংগ্রাম কখনোই বন্ধ হবে না।

ইরানের সঙ্গে ইসলামি জিহাদের অত্যন্ত ভালো সম্পর্ক বিরাজ করছে বলে তিনি উল্লেখ করেন। নাসের আবুশরিফ এ প্রসঙ্গে আরও বলেন, ইসলামি প্রজাতন্ত্র ইরান সব সময় ফিলিস্তিনিদের জিহাদ ও প্রতিরোধ আন্দোলনের প্রতি সমর্থন ও সহযোগিতা দিয়ে এসেছে। পার্সটুডে

নাম:
ই-মেল:
* আপনার মন্তব্য: