IQNA

ভারতে ২০২০ সালের হজের নাম নিবন্ধন শুরু

16:24 - October 12, 2019
সংবাদ: 2609419
আন্তর্জাতিক ডেস্ক: ভারতে ইতিমধ্যে ২০২০ সালের হজ যাত্রার হাজীদের নাম নিবন্ধন ফর্ম অনলাইনে শুরু হয়েছে।

বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: ২০২০ সালের হজ যাত্রায় আগ্রহী হাজীদের নাম নিবন্ধনের সময় গতকাল থেকে শুরু অনলাইনে হয়েছে। তবে জম্মু ও কাশ্মীরে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকার কারণে জম্মু ও কাশ্মীরের বাসিন্দারা ফর্ম পূরণ করতে পারছে না।

ভারতের কেন্দ্রীয় হজ কমিটি এই বছর হজ রেজিস্ট্রেশন ফর্ম অনলাইনে পূরণ করার সিদ্ধান্ত নিয়েছে। এরই ধারাবাহিকতায় দেশব্যাপী অনলাইনে হজ যেতে আগ্রহীদের অনুরোধ প্রেরণের প্রক্রিয়া শুরু হয়েছে। তবে ইন্টারনেট অবরোধের কারণে জম্মু ও কাশ্মীরের হজযাত্রীরা এই ফর্ম পূরণ করতে পারবেন না।

জম্মু ও কাশ্মীরে কবে ও কখন ইন্টারনেট সংযুক্ত হবে সে ব্যাপারে এখনও কিছু বলা যাচ্ছে না। কয়েক জন ব্যক্তি কাশ্মীরের হজ কেন্দ্রে সরাসরি যোগাযোগ করে, তাদের হজে যাওয়ার ব্যাপারে কোন সুব্যবস্থা করা হয়নি।

হজ কেন্দ্রের কর্মকর্তারা বলেছেন, এই প্রদেশে ইন্টারনেট সেবা বন্ধ হওয়ার ফলে হাজীদের আবেদন ফর্ম অফলাইনে ভারতের হজ কেন্দ্রে প্রেরণ করা হয়েছে। বর্তমানে আমরা ভারতের হজ কেন্দ্রের জবাবের অপেক্ষায় আছি।

কর্মকর্তারা বলেছেন যে, হজযাত্রীদের সুবিধার্থে তাদের হজযাত্রা যাতে সহজতর হয় সেজন্য এই বিষয়টি বিবেচনা করা হবে।  iqna

captcha