IQNA

20:54 - October 17, 2019
সংবাদ: 2609452
আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় বিশ্বের সবচেয়ে উঁচু ঝুল'ন্ত মসজিদ নির্মিত হচ্ছে। মসজিদটি উচ্চতায় হবে ১৬১ মিটার, যা ৫৩ তলা বিল্ডিংয়ের সমান। এটির অবস্থান কাবা শরিফের পাশেই।

বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: জানা গেছে, এ সুউচ্চ ঝুল'ন্ত মসজিদ নির্মাণ করছে মক্কা রিয়েল এস্টেট কোম্পানি। কোম্পানির পরিচালক আনাস সালেহ সাইরাফি এ ঝুল'ন্ত মসজিদ সম্পর্কে কিছু তথ্য দেন।

ওই তথ্য থেকে জানা যায়- ঝুল'ন্ত এ মসজিদ থেকে পবিত্র কাবা শরিফের ৫ ওয়াক্ত নামাজের দৃশ্য সরাসরি প্রত্যক্ষ করা যাবে। এ মসজিদটি ১৬১ মিটার উচ্চতায় নির্মিত হবে। তাছাড়া কাবা শরিফের সঙ্গে এ মসজিদের ডিজিটাল সাউন্ড সিস্টেমের সমন্বয় করা হবে।  mtnews24

নাম:
ই-মেল:
* আপনার মন্তব্য: