IQNA

ইসলামফোবিয়া ও বর্ণবাদ নিয়ে ম্যানচেস্টার ইউনাইটেডের প্রাক্তন অধিনায়কের মন্তব্য

3:24 - October 24, 2019
সংবাদ: 2609495
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্যের ফুটবল ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের (ম্যান ইউ) সাবেক অধিনায়ক প্যাট্রিস এভরা বলেছেন, ইসলাম একটি সুন্দর ধর্ম।

বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: তিনি সম্প্রতি এক সাক্ষাৎকারে এ কথা বলেন বলে জানিয়েছে পাকিস্তানের শীর্ষস্থানীয় গণমাধ্যম দ্য নিউজ।
এভরা বলেন, যখন আমার এই কথা বাবা জানতে পারেন, তখন তিনি খুব রেগে গিয়েছিলেন। আমার বাবা ক্যাথলিক কিন্তু এখনও আমি এই কথা বলি।
আমি আমার এই বিশ্বাসের জন্য বাবা, মা ও বন্ধুদের বিরুদ্ধে যেতে পারি বলেও উল্লেখ করেন সাবেক ম্যান ইউ অধিনায়ক এভরা।
তিনি বর্ণবাদের প্রতি নিন্দা জানিয়ে বলেন, এই পৃথিবীতে এর কোনও জায়গা নেই। ফুটবল খেলা পৃথিবী থেকে বর্ণবাদ দূর করতে ভূমিকা রাখছে বলেও জানান তিনি।
এই বিষয়ে এভরা বলেন, মানুষের উচিত ছেলেমেয়েকে বর্ণবাদী না হওয়ার শিক্ষা দেয়া। যদি বাবা-মা বর্ণবাদী হলে ছেলেমেয়ে তাদেরকেই অনুসরণ করবে। তিনি এই প্রথম ইসলাম ধর্মের প্রশংসা করলেন না। এর আগে ২০১৭ সালে বার্সেলোনায় হামলার জন্য জন্য মানুষ যখন মুসলিমদের সমালোচনা করছিল, তখনও তিনি বলেন ইসলাম একটি সুন্দর ধর্ম।
তিনি পবিত্র কুরআন পড়ছেন এবং বোঝার চেষ্টা করছেন বলে জানান। তিনি বলেন, আমি আবারও বলছি ইসলাম এমন একটি ধর্ম, যার অর্থ শান্তি।
সাবেক ফরাসি ডিফেন্ডার এভরা আরও বলেন, ইসলাম অর্থ একে অন্যকে সাহায্য করা। আমাদের গণমাধ্যমের খবর পড়া বন্ধ করা উচিত।  iqna

captcha