IQNA

হিজাব নিয়ে ফ্রান্সের প্রেসিডেন্টের মন্তব্য

22:14 - October 25, 2019
সংবাদ: 2609502
আন্তর্জাতিক ডেস্ক: ফ্রান্সের প্রেসিডেন্ট ই’মানুয়েল ম্যাকরন সামাজিক অখণ্ডতা রক্ষায় দেশে ধর্মীয় স্বাধীনতা বজায় রাখার জন্য সবার প্রতি আহবান জানান। এসময় তিনি বলেন, আমি হিজাব পরিহিতা সকল নারীকে সম্মান করি।

হিজাব নিয়ৈ ফ্রান্সের প্রেসিডেন্টের মন্তব্যবার্তা সংস্থা ইকনা'র রপোর্ট: ম্যাকরন বলেন, গত কয়েক বছর বিশ্বে অ’ভিবাসনস্রোতের কারণে ফ্রান্সে ব্যাপক-আকারে ইস’লামের প্রসার শুরু হয়েছে। ফ্রান্সে মুসলিম নাগরিকদের সংখ্যা সাড়ে চার হতে ছয় মিলিয়নের মতো।

তিনি আরো বলেন, ইস’লাম ধর্ম ফ্রান্সের জন্য অনেকটা নতুন। আমাদের অনেক নাগরিক ইসলামকে ভয় পায়, আমি তাদের বলবো, ঐক্যবদ্ধ থাকার জন্য প্রত্যেক বিশ্বা’সীর স্বাধীনতার প্রতি সন্মান জানাতে হবে।

হিজাব পরিধান বিষয়ে প্রশ্ন করা হলে ম্যাকরন বলেন, আমি হিজাব পরিহিতা প্রত্যেক নারীকে সম্মান করি। ফ্রান্সের প্রত্যেক নাগরিককে তাদের সন্মান করতে হবে, হিজাব নিষিদ্ধের সমর্থধক আমি নই। ম্যাকরন বলেন, ইস’লামে চরমপন্থা না থাকা সত্ত্বেও চরমপন্থী ও উগ্র স্রোতের কারণে ইস’লাম-ভীতি তৈরি হয়েছে।  iqna

captcha