IQNA

আগামী ২৪ ঘণ্টার মধ্যে লেবাননের প্রধানমন্ত্রী পদত্যাগ করবেন: সৌদি মিডিয়ার দাবি

23:37 - October 27, 2019
সংবাদ: 2609514
আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের একটি চ্যানেল দাবি করেছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে লেবাননের প্রধানমন্ত্রী পদত্যাগ করবেন।

বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: সৌদি আরবের একটি চ্যানেল দাবি করেছে, লেবাননের জনগণের বিক্ষোভের ফলে দেশটির সরকার সাদ আল-হারিরি আগামী ২৪ ঘণ্টার মধ্যে তার পদত্যাগ পত্র লেবাননের প্রেসিডেন্ট মিশেল আউনের নিকট উপস্থাপন করবেন।


সৌদির এই চ্যানেল এক অজ্ঞাত সূত্রের বরাত দিয়ে দাবি করেছে: লেবাননের বর্তমান সরকারের পদত্যাগের পরে নতুন সরকার ১৪ জন বিশেষজ্ঞ ও অরাজনৈতিক মন্ত্রীর সমন্বয়ে গঠিত হবে। বর্তমান সরকারের কোনও মন্ত্রীই নতুন সরকারের অধীনে থাকবে না।


অথচ লেবাননের জনপ্রিয় ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ ১৯শে অক্টোবর ঘোষণা করেছেন যে, হিজবুল্লাহ লেবাননের সরকারকে সমর্থন করে এবং সরকারের পদত্যাগের বিরোধিতা করে।


উল্লেখ্য যে, লেবাননেরা জনগণ ১৭ই অক্টোবর থেকে অর্থনৈতিক পরিস্থিতি এবং কিছু খাতে নতুন সুযোগ সুবিধা (বিশেষ করে টেলিফোন যোগাযোগ)বৃদ্ধি করার জন্য বিক্ষোভ করেছে। সাদ আল-হরিরি সংস্কার দলিল বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছেন। এ সত্ত্বেও এখনও বিক্ষোভ অব্যাহত রয়েছে।  iqna

 

captcha