IQNA

অবশেষে লেবাননের প্রধানমন্ত্রীর পদত্যাগ করলেন

0:20 - October 30, 2019
সংবাদ: 2609538
আন্তর্জাতিক ডেস্ক: লেবাননের প্রধানমন্ত্রী সাদ হারিরি ঘোষণা করেছে, আমি প্রেসিডেন্ট মিশেল আউনের ভবনে যাবো এবং সেখানে আমার পদত্যাগ পত্র জমা দেবো।

বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: লেবাননের প্রধানমন্ত্রী সাদ হারিরি গতকাল (২৯শে অক্টোবর) বিকালে ঘোষণা করেছে, “আমি প্রেসিডেন্ট মিশেল আউনের ভবনে যাবো এবং সেখানে আমার পদত্যাগ পত্র জমা দেবো”।
তিনি বলেন: আমি লেবাননের জনগণের জবাব দেওয়ার জন্য মিয়াদিনে এসেছি এবং আমার পদত্যাগ পত্র লেবাননের প্রেসিডেন্ট এবং জনগণের হাতে তুলে দেবে।
তিনি আরও বলেন: জনগণের ইচ্ছা এবং দেশকে সমর্থন করার জন্য আমি সঙ্কট থেকে মুক্তির উপায় বের করার চেষ্টা করেছি। তবে কোন সমাধান খুঁজে পায়নি। লেবাননের সকল জনগণের প্রতি আমার আহ্বান, আপনারা সকলেই দেশকে সমর্থন করবেন। লেবাননের অর্থনীতির পতন রোধ এবং লেবাননের বর্তমান পরিস্থিতি মোকাবিলা করার মাধ্যমে আমরা এদেশকে সমর্থন করতে পারি।
উল্লেখ্য যে, দুর্নীতি, করবৃদ্ধি ও রাজনৈতিক দুর্বৃত্তায়নের বিরুদ্ধে গত দু সপ্তাহ ধরে লেবাননে আন্দোলন চলছে। আর এর সূত্র ধরে সেদেশের প্রধানমন্ত্রী সাদ হারিরি পদত্যাগ করেছেন।  iqna

captcha