IQNA

দায়েশের বন্দী সদস্যদের নিজ দেশে ফেরত পাঠাবে তুরস্ক

0:01 - November 03, 2019
সংবাদ: 2609562
আন্তর্জাতিক ডেস্ক: তুর্কি স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা করেছেন, তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের যেসকল সদস্য তুরস্কের কারাগারে বন্দী রয়েছে, তাদেরকে নিজ দেশে ফেরত পাঠানো হবে।

বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: তুর্কি স্বরাষ্ট্রমন্ত্রী সুলাইমান সেভিলো দায়েশ তথা আইএসের বন্দিদের সম্পর্কে ইউরোপের পদক্ষেপের ব্যাপারে দুঃখ প্রকাশ করে বলেছেন, তুরস্কে বন্দী দায়েশের সদস্যদের নিজ দেশে ফেরত পাঠানো হবে।
দায়েশ বন্দীদের ইস্যুতে ইউরোপ তুরস্ককে একা ফেলেছে। এই বিষয়ের উপর ইঙ্গিত করে বলেছেন: এটা আমাদের জন্য মোটেও গ্রহণযোগ্য নয়। এটা দায়িত্বহীনের পরিচয়। আমরা দায়েশের বন্দী সদস্যদের নিজ দেশে ফেরত পাঠাবো।
গত মাসে সিরিয়ার উত্তর-পূর্বে হামলার পরে তুরস্ক দায়েশ তথা আইএসের বেশ কিছু সদস্যকে গ্রেপ্তার করেছে।  iqna

captcha