IQNA

সন্ত্রাসীমূলক পদক্ষেপের অজুহাতে সৌদিতে ৩৮ জনের বিচার

8:26 - November 13, 2019
সংবাদ: 2609624
আন্তর্জাতিক ডেস্ক: সৌদি ফৌজদারি আদালত সন্ত্রাসবাদকে সমর্থন ও সন্ত্রাসী কাজ করার অজুহাতে ৩৮ জনকে সাজা দিয়েছে।

বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: সৌদি আরবের রাজধানী রিয়াদের ফৌজদারি আদালত মঙ্গলবার (১২ম নভেম্বর) সন্ত্রাসী কাজে জড়িত থাকার অভিযোগে ৩৮ জন সন্দেহভাজনের বিরুদ্ধে প্রাথমিক রায় জারি করেছে।
কোরআন ও সুন্নাহর বিরুদ্ধে তাকফিরি রীতিনীতি প্রচলন, সৌদি সরকার, পণ্ডিতগণ ও সুরক্ষা বাহিনীর বিরুদ্ধে পদক্ষেপ, চরমপন্থি ও সন্ত্রাসবাদী কর্মকাণ্ডে আর্থিক সহায়তা প্রদানের জন্য এসকল ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে।
এছাড়াও সৌদি আদালত এক ব্যক্তির বিরুদ্ধে দেশের অভ্যন্তরে নিরাপত্তা বিঘ্নিত করার লক্ষ্যে একটি গোপন সন্ত্রাসবাদী দল গঠনের অভিযোগ তুলেছে।
যে ব্যক্তি এই দল গঠন করতে চেয়েছিল তাকে ২৫ বছর এবং তার অপর দুই সহযোগীকে যথাক্রমে ২০ বছর ও ১৫ বছর কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে। এই দলের বাকী সদস্যদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে।
উল্লেখ্য যে, সৌদি আরব মে মাসে সন্ত্রাসী কোষ গঠন এবং জনসাধারণের নিরাপত্তা বিঘ্নিত করার অভিযোগ দেখিয়ে ৩৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে। তাদের মধ্যে শিয়া অধ্যুষিত এলাকা কাতিফ, রেজা আল-দ্বীন, তালাবুল উলুম শহরের ৩২ জন ছিলো। এসকল ব্যক্তিদের মৃত্যুদণ্ড কার্যকর করার ব্যাপারে মানবাধিকার কেন্দ্রগুলো প্রতিবেদন করেছিল: এসকল ব্যক্তিদের মধ্যে অধিকাংশ ব্যক্তিরা সরকার বিরোধী প্রতিবাদ বিক্ষোভে অংশগ্রহণ এবং সন্ত্রাসীদের সমর্থনের কাজে জড়িত ছিল। iqna

 

captcha