IQNA

কুরআন তেলাওয়াতের জন্য হাতে চুম্বন করা মোটেও পছন্দ নয়; ক্বারি মাহমুদ শাহাত মুহাম্মাদ আনওয়ার

16:00 - November 22, 2019
সংবাদ: 2609680
আন্তর্জাতিক ডেস্ক: মিশরের প্রসিদ্ধ ক্বারি শাইখ মাহমুদ শাহাত মুহাম্মাদ আনওয়ার বলেছেন: আমি মোটেও পছন্দ করি না, (কুরআন তিলাওয়াতের পর) কেউ আমার হাতে চুম্বন করুক। আর যদি এরকম ঘটনা ঘটে থাকে তাহলে আমার ইচ্ছার বিরুদ্ধে এবং জোরপূর্বক এই কাজ করা হয়।

কুরআন তেলাওয়াতের জন্য হাতে চুম্বন করা মোটেও পছন্দ নয়; ক্বারি মাহমুদ শাহাত মুহাম্মাদ আনওয়ারবার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: “আল-নাহার” টেলিভিশন চ্যানেলে এক সাক্ষাৎকারে মিশরের প্রসিদ্ধ ক্বারি শাহাত মুহাম্মাদ আনওয়ারের সন্তান শাইখ মাহমুদ শাহাত মুহাম্মাদ আনওয়ার বলেছেন: কুরআন মাহফিলে তিলাওয়াতের পর শ্রোতাদের প্রভাব দেখে আমার খুশিতে কান্না চলে আসে।

তিনি বলেন: যারা কুরআন এবং ক্বারায়াতকে (কুরআন তিলাওয়াতকে) পছন্দ করে, তাদের চেহরা উজ্জ্বলিত হয়। আর মহান আল্লাহ মিশরের জনগণের জন্য এই বিষয়টি অনেক সস্তা করে দিয়েছে।

মিশরের এই ক্বারি গুরুত্বারোপ করে বলেছেন: আমি মোটেও পছন্দ করি না, (কুরআন তিলাওয়াতের পর) কেউ আমার হাতে চুম্বন করুক। আর যদি এরকম ঘটনা ঘটে থাকে তাহলে আমার ইচ্ছার বিরুদ্ধে এবং জোরপূর্বক এই কাজ করা হয়।

তিনি বলেন: যে কোন ব্যক্তি ক্বারি হতে পারে এবং এটি মোটেও কোন কঠিন বিষয় নয়। মিশরের জনগণ দ্বীনদার এবং আল্লাহর ঐশী গ্রন্থকে ভালোবাসে।

মিশরের এই ক্বারি আরও  বলেন: মিশরের ক্বারিগণ পবিত্র কুরআনের আয়াতের প্রতি আবেগ প্রবণ এবং তারা আবেগ প্রবণ হয়ে কুরআন তিলাওয়াত করেন। কুরআন মক্কায় নাজিল হয়েছে এবং মিশরে তিলাওয়াত করা হয়েছে।

সর্বশেষে তিনি নারীদের কুরআন তিলাওয়াতের ব্যাপারে বলেন: শরিয়ত মোতাবেক নামাহারামদের সম্মূখে নারীদের কুরআন তিলাওয়াত বৈধ নয়। নারী ক্বারিগণ শুধুমাত্র নারীদের মধ্যে কুরআন তিলাওয়াত করতে পারবে।  iqna

 

 

captcha