IQNA

ম্যাসেডোনিয়ার ঐতিহাসিক মসজিদে ১০৭ বছর পর বেজে উঠল আযানের সুমধুর ধ্বনি

22:59 - December 02, 2019
সংবাদ: 2609753
আন্তর্জাতিক ডেস্ক: ১০৭ বছর পর পুনরায় ম্যাসেডোনিয়ার “আহরিন” শহরের “আলী পাশা” মসজিদের মিনারে আযানের সুমধুর ধ্বনি বেজে উঠেছে।

বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: আলী পাশা মসজিদের মিনারটি ১৯১২ এবং ১৯১৩ সালে বালকান যুদ্ধের সময় ধ্বংস হয়েছিল। সম্প্রতি এই মসজিদের মিনারটি তুরস্কের এন্ডোমেন্টের অফিসের উদ্যোগে পুনর্নির্মাণ করা হয়েছে।


তুরস্কের এন্ডোমেন্টস অফিস এবং ম্যাসিডোনিয়া ইসলামিক ইউনিয়নের প্রেসিডেন্সি-এর মধ্যে স্বাক্ষরিত একটি প্রোটোকলের কাঠামোর মাধ্যমে ২০১৫ সালের পহেলা এপ্রিলে মসজিদটির পুনর্নির্মাণের কাজ শুরু হয়। মসজিদটি পুনর্নির্মাণ করতে প্রায় ১ কোটি ৪০ লাখ তুর্কি লিরা (প্রায় ২৫ লাখ ডলার) ব্যয় হয়েছে।


মসজিদটি পুনর্নির্মাণের ফলে দীর্ঘ ১০৭ বছর পর পুনরায় এই ঐতিহাসিক মসজিদের মিনার থেকে আযানের সুমধুর ধ্বনি শোনা গিয়েছে।


ঐতিহাসিক এই মসজিদটি বালকান অঞ্চলের অটোমান যুগের একটি গুরুত্বপূর্ণ প্রত্নতত্ত্ব। যা সুলাইমান পাশা’র নির্দেশে ১৫৭৩ সালে নির্মিত হয়েছে।

তারপরে এটি ১৯২৩ সালে বেলগ্রেডের মন্ত্রী আলী পাশা আল-মার্শালির আদেশে পুনর্নির্মাণ করা হয়েছিল, তবে এর মিনারটি ১৯১২ সালে বালকান যুদ্ধের সময় ধ্বংস হয়ে যায়। iqna

 

 

captcha