IQNA

নাজাফে মুকতাদা আল-সাদরের বাড়িতে ড্রোন হামলা

21:13 - December 07, 2019
সংবাদ: 2609788
আন্তর্জাতিক ডেস্ক: ইরাকের প্রভাবশালী শিয়া ধর্মীয় নেতা এবং সদর আন্দোলনের নেতা মুকতাদা আল-সদরের নিকটাত্মীয় “আলহাজ্ব সালেহ মুহাম্মাদ আল-ইরাকী” আজকে (৭ম ডিসেম্বর) নাজাফ প্রদেশের “আল-হান্নানা” এলাকায় ড্রোন হামলার খবর জানিয়েছেন।

আল-সুমারিয়া নিউজের বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: এ ব্যাপারে আলহাজ্ব সালেহ মুহাম্মাদ আল-ইরাকী বলেন: আজ সকালে নাজাফের আল-হান্নানা এলাকায় সাইয়্যেদ মুকতাদা সাদরের বাড়িতে ড্রোন দিয়ে বোমা হামলা চালানো হয়েছে।


তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন: এই খবর সালেহ প্রকাশ করার পর, আমি ঘোষণা করছি যে, আজ ভোরে আল-হান্নানা এলাকায় ড্রোন দিয়ে বোমা হামলা চালানো হয়েছে।


মুহাম্মাদ আল-ইরাকী আরও বলেন: গত রাতে মুকতাদা সাদর “নীল রঙ”এর টুপি পরিহিতাদের নাজাফ ও বাগদাদে বিক্ষোভকারীদের সুরক্ষা প্রদানের জন্য নির্দেশ দিয়েছেন। এই নির্দেশের পর তার বাড়িতে ড্রোন দিয়ে বোমা হামলা চালানো হয়েছে।


অন্যদিকে, মুকতদা আল-সদরের স্বজনরা আজ নাজাফের আশরাফ এলাকায় বিক্ষোভের ডাক দিয়েছে।


“নীল রঙ”এর টুপি পরিহিতাগণ হচ্ছে মুকতাদা আল-সদরের সমর্থক এবং বিশেষ বাহিনী। এই বাহিনীকে মুকতাদা আল-সাদরের নির্দেশে বিক্ষোভকারীদের সুরক্ষার জন্য বিক্ষোভের বিভিন্ন ক্ষেত্র মোতায়েন করা হয়েছে। iqna

 

captcha