IQNA

22:24 - December 08, 2019
সংবাদ: 2609795
সাংস্কৃতিক ডেস্কঃ ফিলিস্তিনের জাতীয় মুসলিম কমিশন ঘোষণা করেছে, দেশটির সরকার বিশেষ শর্তের আওতায় হজ্ব পালনার্থে আর্থিক সহযোগিতা প্রদান করবে।

রেপলারে’র উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা: ফিলিস্তিনের জাতীয় মুসলিম কমিশন ঘোষণা করেছে, দেশটির সরকার আগামী বছর হজ্বের মৌসুমে কমপক্ষে ২০০ হাজীকে আর্থিক সহযোগিতা প্রদান করবে।

কমিশনের গণসংযোগ বিভাগের প্রধান বলেছেন: ফিলিপাইনের প্রেসিডেন্ট ‘রদ্রিগো দুয়ার্তে’ গতবছর ঈদুল ফিতরের সময় এ ঘোষণা প্রদান করেছিলেন।

তিনি বলেন: এ সহযোগিতা গ্রহণের জন্য, গ্রহীতার আর্থিক সংকট থাকার বিষয়টি প্রমাণ করে এমন একটি চিঠি মিনিস্ট্রি অব ডেভেলপমেন্ট এ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ারের পক্ষ থেকে সত্যায়িত করে আনতে হবে। শর্তের মধ্যে আরও রয়েছে, সাহায্য গ্রহণকারী হাজীর বয়স কমপক্ষে ৫০ বছর হতে হবে এবং শুধুমাত্র প্রথমবারের মত হজ্ব পালনকারীরা এ সুবিধা পাবেন।

প্রসঙ্গত, ফিলিপাইনের ১০ কোটি ৫০ লক্ষ জনসংখ্যার বেশিরভাগই হচ্ছে খ্রিষ্টান। এর মাঝে শতকরা ৬ ভাগ মুসলমান।#3862050

 

নাম:
ই-মেল:
* আপনার মন্তব্য: