IQNA

সৌদির দরবারি আলেমগণ ইসলাম থেকে বিচ্যুত হয়েছেন: ইয়েমেন

16:47 - December 09, 2019
সংবাদ: 2609802
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনের ওলামা অ্যাসোসিয়েশনের মহাসচিব বলেছেন: সৌদি আরবের দরবারি আলেমগণ ইসলাম থেকে বিচ্যুত হয়েছেন। আরব ও ইসলামিক দেশগুলোয় সংঘটিত বেশিরভাগ অপরাধই এই দরবারি আলেমদের ফতোয়ার ফলস্বরূপ।

বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: ইয়েমেনের ওলামা অ্যাসোসিয়েশনের মহাসচিব শাইখ আব্দুস সালাম আল-ওজিহা ৭ম ডিসেম্বর এক বক্তৃতায় আরব ও ইসলামিক বিশ্বে হাজারো অপরাধের জন্য সৌদি আরবের দরবারি আলেমগণকে দোষারোপ করে বলেছেন: তারা প্রবীণ আলেম বা পণ্ডিত নয়, বরং তারা সকলেই মন্দিরের পুরোহিত।


আল-মাইসার নিউজ এজেন্সির সাথে এক সাক্ষাৎকারে শাইখ আব্দুস সালাম আল-ওজিহা গুরুত্বারোপ করে বলেন: সৌদি আরবের দরবারি আলেমগণ ইসলাম থেকে বিচ্যুত হয়েছেন। তাদের জারি করা ফতোয়ার ফলে ইসলামী বিশ্বে লক্ষাধিক মুসলমানদের ব্যাপক ক্ষতি হয়েছে।


তিনি বলেন: এসকল ফতোয়া মার্কিন যুক্তরাষ্ট্রের সেবা ও সুবিধার জন্য প্রধান করা হচ্ছে! মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থানের উপর নির্ভর করে চোখ বন্ধ করে তারা হারাম ও হালালের ফতোয়া দেয়। তবে ইসলাম ধর্মে এধরণে ফতোয়া প্রদান করতে নিষেধ করা হয়েছে। iqna

captcha