বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: এরইমধ্যে প্রতিনিধি পরিষদে ট্রাম্পের বিরুদ্ধে ইমপিচমেন্টের ভোটাভুটি হয়েছে এবং ট্রাম্পকে ইমপিচ করার পক্ষে সেখানে রায় হয়েছে। ট্রাম্পের বিরুদ্ধে ইমপিচমেন্ট কার্যকর করতে হলে মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে তা পাস হতে হবে। সিনেটে ট্রাম্পের নিজ দল রিপাবলিকানদের আধিপত্য রয়েছে।
গতকাল (বুধবার) প্রতিনিধি পরিষদের ভোটাভুটির আগে প্রেসিডেন্ট ট্রাম্প স্পিকার ন্যান্সি পেলোসিকে কড়া ভাষায় চিঠি লিখেছিলেন। চিঠিতে তিনি বলেছেন, প্রতিনিধি পরিষদের স্পিকার তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন।
এছাড়া, ইমপিচমেন্টের পক্ষে ভোটাভুটির পর ডোনাল্ড ট্রাম্প টুইটার পোস্টে বলেছেন, “এটি আমেরিকা ও তার দলের ওপর হামলা।”
সূত্র: parstoday