আল-সুমারিয়া নিউজের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: আজরাতে (২১শে ডিসেম্বর) বাগদাদের দক্ষিণাঞ্চলীয় “আল-বিইয়া”য় সন্ত্রাসীদের বোমা হামলার ফলে দুই জন ইরাকি আহত হয়েছেন।
এই এলাকায় যে বোমাটি বিস্ফোরিত হয়েছে সেটি একটি মোটরসাইকেলে এমবেড করা ছিল।
ইরাকের বিভিন্ন গণমাধ্যমের বরাত দিয়ে আল-সুমারিয়া নিউজ ঘোষণা করেছে: অপর একটি বোমা বাগদাদের উত্তরাঞ্চলে বিস্ফোরিত হয়েছে।
এই বোমাটিও একটি মোটরসাইকেলে এমবেড করা ছিল। বোমাটি বাগদাদের “আল-শোয়লা” মিনিটাউনে বিস্ফোরিত হয়েছে। এরফলে ৩ জন ইরাকি আহত হয়েছেন।
সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে বাগদাদে অনেক সুরক্ষা বাহিনী রয়েছে, তবে এই শহরে মাঝে মধ্যে সন্ত্রাসী হামলা হয়। এ পর্যন্ত ইরাকি নিরাপত্তা বাহিনী বেশ কয়েকবার রাজধানীর বিভিন্ন স্থান থেকে বোমা ও বিস্ফোরক দ্রব্য উদ্ধার ও সেগুলো অপসারণ করেছে। iqna