বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: সামাজিক নেটওয়ার্কে আয়াতুল্লাহ সিস্তানির নামে একাধিক অ্যাকাউন্ট তৈরির পর ইরাকের এই শীর্ষ আলেমের সদর দপ্তর ঘোষণা করেছে: ধর্মীয় প্রশ্নের জবাব দিতে "আয়াতুল্লাহ সিস্তানির অফিস" শিরোনামে একটি সামাজিক নেটওয়ার্ক টেলিগ্রাম একটি চ্যানেল চালু করা হয়েছে। আয়াতুল্লাহ সিস্তানি’র দপ্তর এবং অফিসিয়াল ওয়েব সাইটের সাথে টেলিগ্রামের এই চ্যানেলের কোন সংযোগ নেই। বিভিন্ন সময়ে এই চ্যানেল থেকে মিথ্যা তথ্য ও ফতোয়া প্রচার করা হচ্ছে।
সদর দপ্তর থেকে প্রকাশিত এই বিবৃতিতে আরও বলা হয়েছে: আমরা সকল সম্মানিত মুমিনদের সতর্ক করছি যে, এই জাতীয় চ্যানেলগুলোকে বিশ্বাস করবেন না। আবারও গুরুত্বারোপ করে বলছি যে, সামাজিক নেটওয়ার্কে আয়াতুল্লাহ সিস্তানির অফিসিয়াল ওয়েব সাইট ব্যতীত অন্য কোনও অ্যাকাউন্ট নেই। শীর্ষ আলেম আয়াতুল্লাহ সিস্তানির নামে যেসকল অ্যাকাউন্ট খুলে অপব্যবহার করা হচ্ছে সেগুলো নকল বা জাল এবং এই শীর্ষ আলেমের সাথে কোন সম্পর্ক নেই।
এই বিবৃতির শেষে বলা হয়েছে: ইরাকের প্রভাবশালী শিয়া আলেম আয়াতুল্লাহ আলী সিস্তানির অফিসিয়াল ওয়েব সাইটের ঠিকানা www.sistani.org এবং এই ওয়েবসাইট ব্যতীত ফেসবুক, টুইটার এবং ইনস্টাগ্রামসহ সামাজিক নেটওয়ার্কগুলোতে অন্য কোন অ্যাকাউন্ট নেই। iqna