IQNA

ইরাক-সিরিয়া সীমান্তে বিমান হামলায় হাশদ আশ-শাবির ৮ সেনার শাহাদাত

14:54 - January 10, 2020
সংবাদ: 2610012
ইরাক-সিরিয়া সীমান্তে বিমান হামলায় হাশদ আশ-শাবির ৮ সেনার শাহাদাত আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ার বিরোধীদের অন্তর্গত হিউম্যান রাইটস ওয়াচ জানিয়েছে, ইরাক-সিরিয়ার সীমান্তে বিমান হামলায় হাশদ আশ-শাবির ৮ সেনার শাহাদাত বরণ করেছেন।

বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: আজ সকালে বেশ কয়েকটি নামবিহীন প্লেন ইরাক-সিরিয়া সীমান্তবর্তী “আল-বুকামাল” অঞ্চলে জনপ্রিয় সংহতি বাহিনী হাশদ আল-শাবি’র ঘাটিতে হামলা চালিয়েছে।

এর আগে আল-মিয়াদিন নিউজ চ্যানেল জানিয়েছিল যে, জায়নিস্ট যোদ্ধারা ইরাক-সিরিয়ার সীমান্তে হাশদ আশ-শাবির অবস্থানগুলোয় হামলা চালাবে।

প্রতিবেদন অনুযায়ী, হাশদ আশ-শাবির ঘাটিতে বোমা হামলার সময় মানুষ এবং বেশ কয়েকটি ট্রাককে লক্ষ্যবস্তু করা হয়েছে।

এছাড়াও আল-মিয়াদিন উপজাতীয় সূত্র আল-আনবারের বরাত দিয়ে বলেছে: এই হামলা চালিয়ে শত্রুপক্ষ ইরাকি-সিরিয়ার সীমান্তের কাছে বেশ কয়েকটি ট্রাক ও মানুষকে লক্ষ্যবস্তু করেছে।

আল-ইতজাহ টিভিও ঘোষণা করেছে, ইহুদিবাদী যোদ্ধারা ইরাকি-সিরিয়ার সীমান্তে হাশদ আশ-শাবির (জনপ্রিয় সংহতি) অবস্থানে হামলা চালিয়েছে।

ইরাকের আল কায়েম শহর এবং সিরিয়ার আল-বুকামালের প্রতিবেদন অনুযায়ী, বিস্ফোরণের কয়েক মিনিট আগে একটি ফাইটার জেট উড়তে দেখা গিয়েছে।

তবে ইরাকি জনপ্রিয় সংহতি বাহিনী হাশদ আশ-শাবি এখনও এই হামলার ঘটনা ও ৮ জনের শাহাদাতের বিষয় সম্পর্কে কোন মতামত প্রকাশ করেনি।  iqna

captcha