IQNA

ইরাক থেকে বিদেশী সেনা প্রত্যাহারের বিষয়ে ট্রাম্প ও বারহাম সালিহর আলোচনা

20:35 - January 23, 2020
সংবাদ: 2610093
আন্তর্জাতিক ডেস্ক: ইরাক থেকে সেখানে প্রত্যাহারের ব্যাপারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরাকের প্রেসিডেন্ট বারহাম সালিহ আলোচনা করেছেন। মার্কিন সেনা বহিষ্কারের ব্যাপারে গত ৫ জানুয়ারি ইরাকের জাতীয় সংসদে সর্বসম্মতিক্রমে একটি বিল পাস হওয়ার পর ট্রাম্প এবং সালিহর মধ্যে এই আলোচনা হলো।

বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনের অবকাশে দুই প্রেসিডেন্ট সেনা প্রত্যাহারের ব্যাপারে আলোচনা করেন। পরে ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের বলেন, "ইরাকের সঙ্গে আমাদের খুব ভালো সর্ম্পক রয়েছে। আমরা সেখান থেকে খুব কম সংখ্যক সেনা প্রত্যাহার করব, আমরা সেনা সংখ্যা কমিয়ে ৫,০০০ করতে যাচ্ছি। ফলে সেখান থেকে সেনা সংখ্যা খুব কমই প্রত্যাহার করা হবে; ঐতিহাসিকভাবেই এটি কম, তবে দেখা যাক কি হয়।"

ইরাকের সার্বভৌমত্বের প্রতি সম্মান দেখানোর জন্য দেশের জনগণ যে দাবি জানিয়ে আসছে তার গুরুত্ব নিয়েও আলোচনা করেন প্রেসিডেন্ট বারহাম সালিহ এবং ট্রাম্প।

ইরাকের প্রেসিডেন্ট সাংবাদিকদের বলেন, আমেরিকা ও ইরাকের মধ্যে বহু অভিন্ন স্বার্থ রয়েছে। আমাদেরকে উগ্রবাদের বিরুদ্ধে লড়াই করতে হচ্ছে, প্রতিবেশীদের স্থিতিশীলতার প্রতি খেয়াল রাখতে হচ্ছে এবং স্থিতিশীল ইরাকের সার্বভৌমত্বের বিষয়টি নিয়ে কাজ করতে হচ্ছে। পাশাপাশি প্রতিবেশীদের বন্ধু এবং আমেরিকার মিত্রদের স্বার্থ দেখতে হচ্ছে।” iqna

captcha