IQNA

ধর্মীয় পরিচয় নিয়ে মুখ খুললেন শাহরুখ খান

21:07 - January 26, 2020
সংবাদ: 2610113
আন্তর্জাতিক ডেস্ক : ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে একটি টিভি শোতে উপস্থিত হয়ে বলিউড সুপারস্টার শাহরুখ খান ইসলামিক পরিচয় সম্পর্কে কথা বলেছেন।

বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: ঐ টিভি অনুষ্ঠানে শাহরুখ খান বলেন, ‘আমরা কখনো হিন্দু-মুসলমান নিয়ে আলোচনা করি না। আমার স্ত্রী হিন্দু, আমি একজন মুসলমান। আর আমাদের যে বাচ্চারা আছে, ওরা হিন্দুস্তানী।’

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানায়, শাহরুখ খানের বাড়িতে কারও ওপর কোনো ধর্ম চাপিয়ে দেওয়া হয় না। বরং তারা সকল ধর্মের উৎসবই পালন করে থাকেন। শাহরুখ খান এবং তার স্ত্রীর মধ্যে ধর্মের পার্থক্য থাকলেও তাদের বাড়িতে এ নিয়ে কোন বিরোধ নেই।

আর নিজের ধর্ম প্রসঙ্গে তিনি বলেন, আমি ইসলামের নীতিতে বিশ্বাস করি এবং আমি বিশ্বাস করি যে ইসলাম একটি ভাল ধর্ম।

পরিসংখ্যান অনুযায়ী, বর্তমানে ভারতে মোট সাড়ে ১৯ কোটি মুসলিম নাগরিক রয়েছে যা সেদেশের মোট জনসংখ্যার ১৪.৯ শতাংশ। iqna

captcha