IQNA

শনিবার চীন থেকে ৩৭০ জনকে ফিরিয়ে আনছে বাংলাদেশ

21:56 - January 30, 2020
সংবাদ: 2610139
করোনা ভাই'রাস দ্রুত ছড়ায় চীনে মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে। চীনের উহানসহ আরও কয়েকটি শহরে আটকে পড়া বাংলাদেশি শিক্ষার্থীদের মধ্যে ৩৭০ জনকে শনিবার ফিরিয়ে আনার কথা নিশ্চিত করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।

বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন বলেছেন, বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট প্রস্তুত রাখা হয়েছে এবং সেটি চীনে গিয়ে বাংলাদেশিদের ফিরিয়ে আনবে। প্রয়োজনে আরও ফ্লাইট পাঠানো হবে। উহানসহ কয়েকটি শহরে যেসব বাংলাদেশির নাম তালিকাভুক্ত করা হয়েছে তাদের মধ্যে ৩৭০ জনকে দেশের আনার চেষ্টা হচ্ছে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, তাদের আনা হলে ঢাকায় হজ্ব ক্যাম্প ও উত্তরার একটি হাসপাতালে আলাদা করে বিশেষ পর্যবেক্ষণে নির্দিষ্ট সময় পর্যন্ত রাখা হবে। আমরা শনিবারই তাদের ফিরিয়ে আনার বিষয়ে প্রস্তুত। তবে তারপরেও চীন সরকারের সম্মতির একটি বিষয় আছে। তার ওপরই সবকিছু নির্ভর করবে।
সূত্র : বিবিসি বাংলা/mtnews24

captcha