IQNA

স্লোভেনিয়ার মসজিদে প্রথম জুমার নামাজ

19:31 - February 10, 2020
সংবাদ: 2610206
আন্তর্জাতিক ডেস্ক: স্লোভেনিয়ার রাজধানী লুজলজানায় নবনির্মিত মসজিদে শতশত মুসল্লিদের অংশগ্রহণের মধ্যে প্রথম জুমার নামাজ আদায় করা হয়েছে।

আনাতোলিয়া নিউজ এজেন্সির উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: শুক্রবার (৭ম ফেব্রুয়ারি) স্লোভেনীয় রাজধানী লুজলজানায় নব প্রতিষ্ঠিত মসজিদে প্রথম জুমার নামাজ অনুষ্ঠিত হয়েছে। এই নামাজের ইমামতি করেন সেদেশের মুফতি “নিদজাদ গ্রাবোস”।

স্লোভেনীয় রাজধানীতে প্রথম মসজিদের উদ্বোধনী অনুষ্ঠানের ছবি ও ভিডিও

আর্থিক প্রতিবন্ধকতা ও বিভিন্ন মহল থেকে বিরোধিতা থাকা সত্ত্বেও ফেব্রুয়ারি মাসে মসজিদটি উদ্বোধন হয়েছে।

স্লোভেনিয়ার রাজধানী লুজলজানায় আধা-শিল্প অঞ্চলে অবস্থিত এই মসজিদটি স্লোভেনিয়ার একমাত্র মসজিদ। এখানে একসাথে ১৪০০ জন মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। iqna

 

captcha