IQNA

ইরানের প্রেসিডেন্ট;

দুর্বল অবস্থানে থেকে আমেরিকার সঙ্গে আলোচনার টেবিলে বসবো না

19:43 - February 16, 2020
সংবাদ: 2610243
তেহরান (ইকনা): ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, তার দেশের ওপর সর্বোচ্চ চাপ প্রয়োগ করে আমেরিকা যেসব লক্ষ্য অর্জন করতে চেয়েছিল তাতে ব্যর্থ হয়েছে দেশটি। তিনি বলেন, আমেরিকার এই নীতির পরও সমস্ত অর্থনৈতিক সূচক থেকেই দেখা যাচ্ছে ইরান খারাপ পরিস্থিতি মোকাবেলা করেছে।

দুর্বল অবস্থানে থেকে আমেরিকার সঙ্গে আলোচনার টেবিলে বসবো নাপ্রেসিডেন্ট রুহানি আজ (রোববার) রাজধানী তেহরানে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে দেশি-বিদেশি গণমাধ্যমের সংবাদকর্মীরা অংশ নেন। হাসান রুহানি বলেন, “মার্কিন কর্মকর্তারা এখন এই উপসংহারে পৌঁছেছে যে, তারা ভুল কৌশলে ইরান নিয়ে কাজ করেছেন। তারা ভেবেছিল, সর্বোচ্চ চাপ প্রয়োগের মাধ্যমে ইরানকে দুর্বল করে আলোচনার টেবিলে বসাতে সক্ষম হবে। কিন্তু সেটা সম্ভব হয় নি, আমরা যথেষ্ট শক্তি ও মর্যাদা নিয়ে বিশ্বের সঙ্গে কথা বলেছি। আমরা কখনো দুর্বল অবস্থানে থেকে তাদের সঙ্গে আলোচনা করব না।”

প্রেসিডেন্ট রুহানি বলেন, যদিও মার্কিন নিষেধাজ্ঞার কারণে ইরানের জনগণের কিছু সমস্যা হয়েছে বিশেষ করে সাধারণ জনগণের, তবে তারা দেশের শত্রুদেরকে কোনভাবেই সফল কিংবা লাভবান হতে দেবেন না।

হরমুজ প্রণালী নিয়ে ইরান জাতিসংঘে যে শান্তি প্রস্তাব উপস্থাপন করেছে তার ফলাফল কি- এমন এক প্রশ্নের জবাবে প্রেসিডেন্ট রুহানি বলেন, “এটি সারা বিশ্বের কাছে পরিষ্কার যে, পারস্য উপসাগরে ইরানকে বাদ দিয়ে কোনো শান্তি পরিকল্পনা বাস্তবায়ন হবে না। ইরানের মতো একটি শক্তিশালী দেশের উপস্থিতিই কেবল আঞ্চলিক স্থিতিশীলতা নিশ্চিত করতে পারে।”

ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার নির্বাচিত হলে ইরানের জন্য কী ধরনের পরিণতি হতে পারে- এমন এক প্রশ্নের জবাবে প্রেসিডেন্ট রুহানি বলেন, “আমেরিকায় কোন দল ক্ষমতায় থাকলো সেটি আমাদের কাছে কোনো ব্যাপার না। আমাদের কাছে আমাদের জাতীয় স্বার্থই গুরুত্বপূর্ণ।” iqna

captcha