IQNA

আফগানিস্তানে আবারও প্রেসিডেন্ট হলেন আশরাফ গনি

20:57 - February 19, 2020
সংবাদ: 2610265
তেহরান (ইকনা)- আফগানিস্তানের প্রেসিডেন্ট নির্বাচনের ফল নিয়ে তিক্ত বিতর্ক এবং দীর্ঘ বিলম্বের পর অবশেষে প্রেসিডেন্ট আশরাফ গনির জয় ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

এক সংবাদ সম্মেলনে মোট ভোটের প্রায় ১৫ শতাংশের অডিটের পর ফল ঘোষণা করে নির্বাচন কমিশনের প্রধান বলেন, খুবই কম ভোটের ব্যবধানে ৫০.৬৪ শতাংশ ভোটে জয়ী হয়েছেন আশরাফ গনি।

জয় পেতে দরকার ছিল নূ্যনতম ৫০ শতাংশ ভোট। গনি এর সামান্য একটু বেশি ভোটে জিতেছেন। আর তার প্রতিপক্ষ আবদুল্লাহ পেয়েছেন ৩৯.৫ ভোট। আশরাফ গনি জয় পাওয়ায় তিনি আরেকবারের জন্য আগামী পঁচবছর মেয়াদে আফগানিস্তানের প্রেসিডেন্ট হলেন।

বিরোধীদলীয় রাজনীতিবিদরা এ ফলের বিরোধিতা করছে। এতে করে যুক্তরাষ্ট্র-তালেবানের সম্ভাবনাময় শান্তি চুক্তির আগে দিয়ে পুরোদস্তুর আরেকটি রাজনৈতিক সংকট দেখা দেওয়ার আশঙ্কা করা হচ্ছে।

গনির প্রধান প্রতিপক্ষ আবদুল্লাহ আবদুল্লাহর সমর্থকরা গনির অনুকূলে ফল প্রকাশ করার জন্য আফগান নির্বাচন কমিশনকে দোষারোপ করেছেন।

আফগানিস্তানে একের পর এক তালেবান হামলা এবং নির্বাচন বানচালের চেষ্টার মধ্যে গত ২৮ সেপ্টেম্বরে ভোট হয়। তালেবান গোষ্ঠী ভোটকেন্দ্রে হামলা চালানোর হুমকি দেওয়ায় ভোটার উপস্থিতি অস্বাভাবিক রকম কম ছিল।

তালেবানের পতনের পর থেকে আফগানিস্তানের চতুর্থ প্রেসিডেন্ট নির্বাচন ২৮শে সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনে প্রায় ৩০ লাখ আফগান নাগরিক তাদের ভোট দিয়েছেন। iqna

 

captcha