IQNA

করোনা প্রসঙ্গে ট্রাম্পকে বিশ্বের সবচেয়ে জঘন্য মিথ্যাবাদী বললেন হিজবুল্লাহ মহাসচিব

19:39 - March 14, 2020
সংবাদ: 2610412
তেহরান (ইকনা)- লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বিশ্বের সবচেয়ে জঘন্য ও বড় মিথ্যাবাদী বলে অভিহিত করেছেন। চলমান করোনাভাইরাস মহামারি সংক্রান্ত বিষয়ে যুক্তরাষ্ট্র স্বচ্ছতাকে এড়িয়ে চলছে বলে উল্লেখ করে এ কথা বলেন তিনি।

করোনা প্রসঙ্গে ট্রাম্পকে বিশ্বের সবচেয়ে জঘন্য মিথ্যাবাদী বললেন হিজবুল্লাহ মহাসচিবতিনি বলেন, করোনার বিরুদ্ধ চলমান লড়াইয়ের সঙ্গে বিশ্বযুদ্ধের মিল রয়েছে। আর এ যুদ্ধের ক্ষেত্রে ট্রাম্প ও তার সঙ্গীরা জঘন্য মিথ্যার আশ্রয় নিচ্ছে।

করোনাভাইরাসের ঝুঁকিকে হালকা করে দেখানোর চেষ্টা ট্রাম্প করছে উল্লেখ করে তিনি বলেন, করোনায় আক্রান্তদের সঠিক সংখ্যা আমেরিকা প্রকাশ করছে না। একই অভিযোগ তিনি ব্রিটেনের বিরুদ্ধেও করেন।

করোনা বিরোধী লড়াইয়ে ইরানের প্রশংসা করেন হিজবুল্লাহ মহাসচিব। তেহরানের দেয়া ওয়াশিংটনের সহায়তা প্রস্তাব প্রসঙ্গেও কথা বলেন তিনি। তিনি বলেন, করোনা বিরোধী লড়াইয়ে আমেরিকার সহায়তার দরকার ইরানের নেই। বরং ইরানের ওপর আরোপিত মার্কিন এক তরফা নিষেধাজ্ঞা তুলে নেয়া উচিত বলে জানান তিনি।

প্রাণঘাতী করোনাভাইরাসের ব্যাপারে তথ্য গোপন করায় ট্রাম্পকে দুনিয়ার সবচেয়ে বড় মিথ্যাবাদী আখ্যা দিয়েছেন লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ।

শুক্রবার টেলিভিশনে দেয়া এক বক্তৃতায় সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ বলেন, “আমরা এ মুহূর্তে যুদ্ধের মধ্যে রয়েছি যা বিশ্বযুদ্ধের মতোই। কিন্তু করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের ক্ষেত্রে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার টিম হচ্ছে সবচেয়ে বড় মিথ্যাবাদী।”

হাসান নাসরুল্লাহ বলেন, করোনাভাইরাসের ভয়াবহ ঝুঁকিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খাটো করে দেখার চেষ্টা করছেন। এছাড়া, আমেরিকা ও ব্রিটেন করোনাভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা গোপন করছে।

করোনাভাইরাস সম্পর্কে স্বচ্ছতার সাথে তথ্য জানানোর জন্য লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়কে ধন্যবাদ জানান হাসান নাসরুল্লাহ। তিনি বলেন, এ ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের ক্ষেত্রে সমস্ত উপায়-উপকরণ সরকারকে দিয়ে সহযোগিতা করবে হিজবুল্লাহ। করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াই এ মুহূর্তে লেবানন সরকারের কাছে সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের ক্ষেত্রে দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান হাসান নাসরুল্লাহ। iqna

captcha