IQNA

বন্ধ করা হলো মিশরের জিয়ারতে স্থানসমূহ

20:16 - March 16, 2020
সংবাদ: 2610424
তেহরান (ইকনা)-মিশরের রাবওয়াহ মন্ত্রণালয় এবং আল-আজহার সমন্বিতভাবে করোনা বিস্তার রোধে মাযার সহকারে সকল জিয়ারতের স্থানে বন্ধ করে দিয়েছে।

এছাড়াও মিশরের রাবওয়াহ মন্ত্রণালয় সেদেশের সরকারের সিদ্ধান্তের সাথে সামঞ্জস্য রেখে সকল স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় আগামী দুই সপ্তাহের জন্য বন্ধ ঘোষণা দিয়েছে।

রবওয়াহ মন্ত্রণালয় হতে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে: এই সিদ্ধান্ত আল-আজহার বিশ্ববিদ্যালয়ের গ্র্যান্ড ইমাম শেখ আহমেদ আল-তাইয়েব এবং সুফিদের অনুমতিক্রমে গ্রহণ করা হয়েছে। এরপূর্বে মিশরের রবওয়াহ মন্ত্রণালয় সেদেশের মসজিদসমূহে জামাতসহকারে নামাজ এবং জুমার নামাজ ব্যতীত অযৌক্তিক ভিড় করার ব্যাপারে সীমাবদ্ধ করেছিল।

বিবৃতিতে উল্লেখ করা হয়েছে: বিভিন্ন প্রদেশ এবং অঞ্চলে জিয়ারতকারীদের ব্যাপক ভিড় হওয়ার কারণে মাজার এবং জিয়ারতের স্থানসমূহ বন্ধ করে দেওয়া হয়েছে।

এদিকে করোনাভাইরাস বিস্তার রোধের জন্য আল-আজহার সেদেশের মসজিদসমূহে জামাত সহকারে নামাজ আদায়ের ক্ষেত্রে স্থগিতাদেশ জারি করেছে। iqna

 

 

 

captcha