IQNA

আফগানিস্তানে ভয়াবহ বিস্ফোরণ; নিহত ২

0:01 - March 22, 2020
সংবাদ: 2610455
তেহরান (ইকনা)- আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় নাগরিক অঞ্চলে বিস্ফোরণের ফলে নিরাপত্তা বাহিনী দুই জন নিহত এবং ৮ জন আহত হয়েছেন।

এ ব্যাপারে বাগলান প্রদেশের নাগরিক অঞ্চলের স্থানীয় কর্মকর্তা ফজলুদ্দীন মুরাদী বলেন: নিরাপত্তা বাহিনীর সদস্যরা শাইখ জালাল এলাকা অতিক্রম করার সময় একটি হস্তনির্মিত বোমা বিস্ফোরিত হয়।

তিনি বলেন: বোমাটি বিস্ফোরণের ফলে নিরাপত্তা বাহিনী দুই জন নিহত এবং ৮ জন আহত হয়েছেন।

এখনও পর্যন্ত কোনও গোষ্ঠী এই বিস্ফোরণের জন্য দায় স্বীকার করেনি, তবে মুরাদির এই বিস্ফোরণের জন্য তালেবানকে দায়ী করেছেন।

এদিকে দেশটির দক্ষিণাঞ্চলীয় জাবুল প্রদেশের কাউন্সিলের প্রধান “আতা জান হক” বলেন: এই প্রদেশের সেনা-পুলিশ যৌথ স্টেশনে সন্ত্রাসী হামলায় ২৫ জন নিহত হয়েছেন।

এই হামলার জন্য তালেবানকে দায়ী করে তিন বলেন: সম্প্রতি পুলিশের ৮ জন সদস্য তালেবান গোষ্ঠীতে যোগ দিয়েছে। এই ৮ জনের সহযোগিতায় তালেবান এই হামলা চালিয়েছে।

জাবুল প্রদেশের গভর্নরের মতে, এরা ছিল তালেবান অনুপ্রবেশকারী। তালেবানের এসকল অনুচরগণ অস্ত্র নিয়ে এই দলে যোগ দিয়েছে।  iqna

captcha