IQNA

19:31 - March 27, 2020
সংবাদ: 2610489
তেহরান (ইকনা)- করোনা ভাইরাসে আক্রান্ত হলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। আজ শুক্রবার টুইটারে এক ভিডিও পোস্ট করে করোনায় আক্রান্তের বিষয়টি প্রধানমন্ত্রী বরিস জনসন নিজেই জানান। তিনি জানান, করোনা পরীক্ষায় ফল পজিটিভ এসেছে। সেজন্য স্বেচ্ছা আইসোলেশনে গেছেন তিনি।

এদিকে ব্রিটেনের স্বাস্থ্যমন্ত্রীও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে বলে জানা গেছে। আজ শুক্রবারই এই খবর জানা যায়। স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানককও ভিডিওতে নিজের সংক্রমণের কথা জানিয়েছেন।

প্রসঙ্গত, প্রাণঘাতী করোনাভাইরাস বিশ্বের ২০০ দেশে ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। চীনের হুবেই প্রদেশের উহান থেকে ছড়িয়ে পড়া এই ভাইরাসে বিশ্বজুড়ে ৫ লাখ ৩১ হাজার মানুষ আক্রান্ত হয়েছে। এর মধ্যে মৃত্যু হয়েছে সাড়ে ২৪ হাজার জনের। তবে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে এক লাখ ২২ হাজার মানুষ।

এদিকে আক্রান্তের সংখ্যায় সবাইকে ছাড়িয়ে গেছে যুক্তরাষ্ট্র। দেশটিতে ৮৫ হাজার ৬৫৩ জন মানুষের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এরপর ইতালিতে আক্রান্ত হয়েছে ৮১ হাজার ৭৮২ জন। স্পেনে ৫৭ হাজার ৭৮৬ জন মানুষকে আক্রান্ত হয়েছে।  iqna

নাম:
ই-মেল:
* আপনার মন্তব্য:
* captcha: