IQNA

23:55 - April 01, 2020
সংবাদ: 2610521
তেহরান (ইকনা)- মিশরের দারুল ফতোয়ার সেক্রেটারি “আহমেদ মামদুহ” তার ফেসবুক অ্যাকাউন্টে একটি ভিডিও ক্লিপ পোস্ট করে মসজিদের বাহিরে মাইক বা লাউডস্পিকারে কুরআন তিলাওয়াত সম্প্রচারের ব্যাপারে একটি প্রশ্নের উত্তর দিয়েছেন।

আহমেদ মামদুহ এ ব্যাপারে বলেন: মসজিদের বাহিরে মাইক বা লাউডস্পিকারে কুরআন তিলাওয়াত সম্প্রচারের ফলে মানুষের অসুবিধা হতে পারে। তাই, এটি একটি মুনকারের উদাহরণ।

 

তিনি বলেন: স্বয়ং পবিত্র কুরআন মুনকার নয়। তবে মসজিদের মাইক বা স্পিকারে কুরআন তিলাওয়াত সম্প্রচারের ফলে যদি কারো অসুবিধা হয়, তাহলে সেই সম্প্রচার মুনকার বলে গণ্য হবে। কারণ, কেউ অসুস্থ বা বৃদ্ধ হতে পারে বা বিশ্রাম কিম্বা ঘুমাতে যেতে পারে। আমরা যদি এধরণের কাজ করি, তাহলে তাদের ব্যক্তিগত স্বার্থ লঙ্ঘন করা হবে এবং তাদের কুরআন তিলাওয়াত শ্রবণ করার জন্য বাধ্য করা হবে।

 

এই ভিডিওর শেষ প্রান্তে মিশরের দারুল ফতোয়ার সেক্রেটারি বলেন: মসজিদের বাহিরে মাইক বা লাউডস্পিকারে একমাত্র আজান ও ইকামাহ সম্প্রচার বৈধ এবং উত্তম হচ্ছে নামাজের জিকির ও দোয়াসমূহ মসজিদের বাহিরের মাইক বা লাউডস্পিকারে সম্প্রচার না করা। iqna

 

নাম:
ই-মেল:
* আপনার মন্তব্য:
* captcha: