IQNA

23:09 - April 04, 2020
সংবাদ: 2610534
তেহরান (ইকনা)- করোনার বিরুদ্ধে লড়াইয়ে মুসলমানদের সাথে সংহতি প্রদর্শনের প্রয়াসে নেদারল্যান্ডস ও জার্মানের কয়েক ডজন মসজিদে মাইকে আজান দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে।

করোনায় মনোবল বাড়াতে নেদারল্যান্ডস এবং জার্মানে প্রথমবারের মতো মাইকে আজানজার্মানির ইসেন শহরে অবস্থিত তুর্কি ইসলামী ইউনিয়নের প্রতিনিধি ফাখরুদ্দিন আলপেটকিন বলেছেন: পুরো জার্মানে জুড়ে ৫০ টিরও বেশি স্থানীয় মসজিদের মাইকে আজান দেওয়া হয়েছে।

আজানের সুর শুনে আশপাশের অসংখ্য মানুষ রাস্তায় নেমে পড়েন। করোনার কারণে মানুষের মনোবল বাড়াতে চার্চগুলোতে প্রতিদিন সন্ধ্যায় ঘণ্টা বাজানো হয় তার অংশ হিসেবেই মসজিদকেও মাগরিবের আজান দেয়ার অনুমতি দেয়া হয়েছিল।

যদিও সরকারি নির্দে'শনা মোতাবেক দেশটিতে সব ধর্মের সব উপাসনালয়ে প্রার্থনার জন্য একত্রিত হওয়ার ওপর নিষে'ধা'জ্ঞা রয়েছে। দেশটিতে মুসলমানদের নিয়ে কাজ করে এমন একটি তুর্কি-ইসলামিক সংগঠন (ডিটিব) জানিয়েছে, ''আমরা জ'রু'রি অবস্থায় আছি তাই মুসলিম কমিউনিটির মনোবল এবং শক্তি বাড়াতে নামাজের জন্য আহ্বান জানিয়েছি।''

এর আগে জার্মানিতে মাইকে আজান দেয়ার ওপর নিষে'ধা'জ্ঞা জারি ছিল। তবে ছোট ছোট মসজিদে মাইক ছাড়াই আজান দেয়া হতো। করোনা ভাইরাসের ভয় কা'টাতে মাইকে আজান দেয়ার অনুমতি দিয়েছে দেশটির সরকার। বিশ্বের যে কয়টি দেশে করোনা ভাইরাসে আক্রা'ন্তের সংখ্যা দ্রুত বাড়ছে জার্মানি তার মধ্যে অন্যতম। আক্রা'ন্তের সংখ্যা হিসাবে আমেরিকা, ইতালি, স্পেনের পরই রয়েছে দেশটি।  iqna

নাম:
ই-মেল:
* আপনার মন্তব্য:
* captcha: