ইয়েমেনে সেনাবাহিনী ঘোষণা করেছে, মাত্র একদিনেই সৌদি জোটের অন্তত ছয় দফা হামলা ঠেকিয়ে দিয়েছে এবং জোটের একটি চালকহীন বিমান ভূপাতিত করেছে। কোভিড-১৯’এর প্রকোপের কারণে ইয়েমেনে আগ্রাসন চালানো বন্ধ করেছে বলে ভুয়া দাবি করার মাত্র কয়েকদিনের মধ্যেই দেশটির বিভিন্ন ফ্রন্টে সৌদি বাহিনী এ সব হামলা চালায়।
ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এক টুইট বার্তায় জানান, গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত ইয়েমেন নিজ প্রতিরক্ষা অভিযান চালিয়েছে। ইয়েমেনি বীর যোদ্ধাদের এ সব অভিযানের মুখে স্তব্ধ হয়ে যায় সৌদি হঠকারিতা । অভিযানে শত্রুর অনেক সেনা হতাহত হয়েছে। অবশ্য, হতাহতের সঠিক সংখ্যা না দিয়ে টুইটে তাদের সংখ্যা কয়েক ডজন বলে উল্লেখ করা হয়।
জেনারেল সারি বলেন, আল-বেদা প্রদেশের কানিয়াহ, আজ-জারিবাত এবং নাতি’ এলাকায় তিনটি, মা'রিব প্রদেশের সিরওয়াহ এলাকায় দু'টি এবং তায়েজ প্রদেশের কাবজাত এলাকায় একটি হামলা চালানো হয়েছিল। এদিকে, সৌদি ভাড়াটে বাহিনী ইয়েমেনের উত্তরাঞ্চলীয় আজ জাওফ প্রদেশের খাব ওয়া আশ-শা’ফ এলাকায় পৃথক সাত দফা বিমান হামলা চালিয়েছে বলেও জানান তিনি।
সৌদি আরবের সীমান্তবর্তী রাজেহ্র আকাশে বৈরী তৎপরতায় লিপ্ত থাকার সময়ে সৌদি জোটের একটি চালকহীন বিমানকে গুলি করে ভূপাতিত করেছে বলেও ইয়েমেনের সামরিক সূত্র জানায়। iqna