মোহাম্মাদ আদির মাশনান বলেন: করোনাভাইরাস বিস্তারের কারণে এদেশের সকল মসজিদ বন্ধ করা হয়েছে। মসজিদের মিনার এবং লাউডস্পিকারে কুরআন তিলাওয়াত করা হবে। এছাড়াও এই পদ্ধতি অবলম্বন করে ধর্মীয়, স্বাস্থ্য ও সাংস্কৃতিক বিষয়ক বক্তৃতা প্রচার করা হবে।
তিনি বলেন: মসজিদের পেশ ইমামগণ অনলাইনে বক্তৃতা পেশ করবেন।
তিনি আলজেরিয়ার নাগরিকদেরকে বর্তমান পরিস্থিতি বিবেচনা করে ঘরে বসে আল্লাহর ইবাদত, ইস্তেগফার এবং তারাবির নামাজ আদায় করতে বলেছেন।
তিনি আরও বলেন: করোনার প্রাদুর্ভাবের কারণে সকলকেই সতর্কতা অবলম্বন করতে হবে এবং এসময় প্রতিবেশীরাও যেন আসা যাওয়া না করে।
এছাড়াও মোহাম্মাদ আদির মাশনান দরিদ্র, অসহায় এবং হাসপাতালে চিকিৎসা সহায়তা প্রদানের জন্য সকলের প্রতি আহ্বান জানান। iqna